বুধবার, ২০ মে, ২০২০, ০৩:৫৬:৫৪

৬টার মধ্যে আছড়ে পড়তে চলেছে আম্পান, গাছপালা সহ পুরনো বাড়ি ভে'ঙে পড়ার খবর

৬টার মধ্যে আছড়ে পড়তে চলেছে আম্পান, গাছপালা সহ পুরনো বাড়ি ভে'ঙে পড়ার খবর

আন্তর্জাতিক ডেস্ক :  সাগর থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে এখন অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান। দিঘা থেকে ১২৫ কিলোমিটার দূরে। দিঘার দক্ষিণ- দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। উপগ্রহ চিত্রের পর্যবেক্ষণ বলছে, বিকেল ৪টে থেকে ৬টা-এর মধ্যে বাংলার বুকে আছড়ে পড়তে পারে আম্পান। 

বুধবার সকালে খানিকটা শক্তি হারায় আম্পান। সুপার সাইক্লোন থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আম্পান। আম্পানের গতিবিধি পর্যবেক্ষণ করে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণ কলকাতা থেকে ১৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে আম্পানের দা'পট। কোথাও তু'মুল বৃষ্টি হচ্ছে, কোথাও আবার প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছে। কলকাতায় ইতিমধ্যেই গাছ উপড়ে গিয়েছে বেশ কিছু জায়গায়। 

রেড রোডে গাছ উপড়ে পড়ে গিয়েছে। গাছ ভে'ঙে গিয়েছে নিউ আলিপুরেও। খিদিরপুরে FCI অফিসের সামনে গাছ পড়ে গিয়েছে। ভারী বৃষ্টি হচ্ছে কলকাতার নিউটাউনে। আমফানের দাপটে জেলাতেও শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। তুমুল ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি হচ্ছে উত্তর ২৪ পরগনা, হুগলির বিভিন্ন জায়গায়। আলিপুর আবহওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে আমফানের কেন্দ্রে ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৭০ কিমি। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯০ কিলোমিটার।

বেলা ১২টার বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। দিঘা ও বাংলাদেশের হাতিয়ার মধ্যবর্তী কোনও স্থানে সেটি স্থলভাগে আছড়ে পড়বে। বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সেটি আছড়ে পড়তে পারে স্থলভাগে। ঘণ্টায় ১৫৫-১৬৫ কিমি থেকে সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। আছড়ে পড়ার মুহূর্তে আমফানের তা'ণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে দিঘা, সুন্দরবন এলাকায়। স্থলভাগে ঢুকে সেটি উত্তর- উত্তর পূর্বদিকে কলকাতার অভিমুখে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় আমফান মো'কাবিলায় ইতিমধ্যেই কলকাতা পুরসভায় খোলা হয়েছে কন্ট্রোলরুম। বিভিন্ন জায়গা থেকে গাছপালা ভে'ঙে পড়া, বিপজ্জনক পুরনো বাড়ির খবর আসছে। যু'দ্ধকালীন তত্পরতায় কন্ট্রোলরুম থেকে সামগ্রিক পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে।-জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে