বুধবার, ২০ মে, ২০২০, ০৮:৫১:৫০

ইসলাম ধর্ম বি'রোধী পোস্ট দেয়ায় ভারতীয় অধ্যাপককে বিশ্ববিদ্যালয় থেকে বহি'ষ্কার করল সৌদি আরব

ইসলাম ধর্ম বি'রোধী পোস্ট দেয়ায় ভারতীয় অধ্যাপককে বিশ্ববিদ্যালয় থেকে বহি'ষ্কার করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইসলাম বি'রোধী পোস্ট করে পদ খোয়ালেন সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভারতীয় অধ্যাপক নীরজ বেদি। তাকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। খবর : ট্রেন্ডস ম্যাপ।

অধ্যাপক নীরজ বেদি সৌদি আরবের জাজান বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ছিলেন। তার বেতন ছিল ৩৫,০০০ রিয়াল অর্থাৎ প্রতি মাসে ভারতীয় সাত লাখ রুপি। খবর : ওবিএন

এই তথ্য নিশ্চিত করেছে জাজান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের কিছু সদস্যর অ'ভিযোগ রয়েছে, নীরজ বেদি আপত্তিজনক পোস্ট এবং ইসলামফোবিক টুইট করছেন। বিষয়টা আমাদেরও নজরে এসেছে। তাই তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহি'ষ্কার করা হয়েছে। 

ইসলাম ধর্মকে আঘা'ত ও মুসলমানদের বিরুদ্ধে বি'ষোদগার অর্থাৎ সাম্প্রদায়িক আচরণের জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে