আন্তর্জাতিক ডেস্ক : উপকূলে আছড়ে পড়ার আগেই কলকাতায় তা'ণ্ডব শুরু করল অতি প্রব'ল ঘূর্ণিঝড় আম্ফান। ভারতের আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সন্ধ্যা ৭টা বেজে ২০ মিনিটে কলকাতায় (দমদম) ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৩ কিলোমিটার। কলকাতা পুলিশ সূত্রে খবর, শহরের অন্তত ৩০টি জায়গায় গাছ ভেঙে পড়েছে।
এ ছাড়া একাধিক পোস্ট ভেঙে পড়ার খবরও পাওয়া গিয়েছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে। ঘূর্ণিঝড় আমপানের তা'ণ্ডবে মৃত্যু হল এক কিশোরীর। হাওড়ার শালিমারে ওই কিশোরীর মাথায় টিন পড়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে ওই কিশোরীর নাম-পরিচয় এখনও জানাতে পারেনি কলকাতা পুলিশ-প্রশাসন।
ঝড়ের আগে থেকেই শহরের সব ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য দিকে গাছ পড়ার সঙ্গে সঙ্গেই সেগুলি সরানোর কাজও শুরু হয়েছে। পাশাপাশি শহর জুড়ে চলছে তুমুল বৃষ্টি। গাছ ভেঙে নিউ আলিপুর, শেক্সপীয়র সরণী, ময়দান, পশ্চিম বন্দর, বালিগঞ্জ, হেস্টিংস, কসবা, চেতলা, টালিগঞ্জ, ট্যাংরা, হরিদেবপুর, একবালপুর, উল্টোডাঙা এলাকায়। সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। সূত্র : আনন্দবাজার