বুধবার, ২০ মে, ২০২০, ১১:৫৪:১৭

এ কোন মায়ার আবির্ভাব, আম্ফানের তা'ণ্ডবের মধ্যেই ভূমিষ্ঠ শিশু

এ কোন মায়ার আবির্ভাব, আম্ফানের তা'ণ্ডবের মধ্যেই ভূমিষ্ঠ শিশু

আন্তর্জাতিক ডেস্ক : এ যেন মায়ার আবির্ভাব! অন্ধকার আকাশ। ১০০ কিলোমিটারের ও বেশি গতিবেগে বইছে ঝোড়ো হাওয়া। সেই আম্ফানের তা'ণ্ডবের মধ্যেই ভারতের ওড়িশায় জন্ম নিল এক ছোট্ট শিশু। উদ্ধারকারী কর্মীদের গাড়িতেই জন্ম নেয় সেই শিশু কন্যা। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ বলে খবর।

রাস্তায় কোনও পশু-পাখিরও দেখা নেই। সতর্কতা জারি করা হয়েছে ভারতের উপকূলের অঞ্চলগুলিতে। তার সঙ্গে দো'সর করোনার সং'ক্র'মণ। এমন সময়ই ওড়িশার কেন্দ্রপাড়ায় জানকী শেঠীর প্রসব য'ন্ত্র'ণা দেখা দেয়। হাসপাতালে ফোন করলে মেলেনি অ্যাম্বুল্যান্স। স্থানীয়দের সহায়তায় খবর যায় নিকটবর্তী ফায়ার সার্ভিসের অফিসে। তৎখনাত, ফায়ার সার্ভিস কর্মকর্তা পি কে দাস অন্তঃসত্ত্বার বাড়ি খোঁজ করে তাকে হাসপাতালে পৌঁছে দিতে আসেন। কিন্তু হাসপাতাল অবধি পৌঁছতে হয়নি। তার আগে গাড়িতেই জন্ম নেয় সেই নবজাতক। 

ফায়ার সার্ভিস কর্মকর্তার কথায়, ''স্থানীয়দের থেকেই সকাল ৮টায় জানকীর সম'স্যার কথা জানতে পারি। তখনই তার বাড়িতে গাড়ি পাঠাই। ততক্ষণে ফায়ার সার্ভিসের বাকি কর্মীরা আম্ফানের তা'ণ্ডবের জেরে শহরাঞ্চলের উপরে পড়া গাছ সরাতে ব্যস্ত হয়ে পড়ে। সেই রাস্তা ধ'রেই ফায়ার সার্ভিসের গাড়ি জানকীকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌছনোর আগেই গাড়িতে অন্তঃসত্ত্বা সন্তানের জন্ম দেয়।'' 

পরে তাদের হাসপাতালে ভরতি করা হয়। সেখান দুজনেই সুস্থ রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি এই প্রাকৃতিক দুর্যো'গে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তার জন্য হাসপাতাল ও জানকীর পরিবারের তরফ থেকে কুর্নিশ জানানো হয়। স্থানীয়রা জানান, ''ঝাড়খণ্ডের বাসিন্দা জানকী লকডাউনের জেরে ওড়িশায় আ'টকে পড়ে। এর মধ্যে প্রাকৃতিক দুর্যো'গে চিন্তা বাড়ে জানকীর পরিজনেদের। কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।'' সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে