বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৬:১২:৪১

ভারতীয় বিমানবাহিনীতে পাকিস্তানের চর!

ভারতীয় বিমানবাহিনীতে পাকিস্তানের চর!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে তথ্য পাচারের অভিযোগে ভারতের সাবেক বিমানসেনা কর্মীকে গ্রেফতার করলো দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। সোমবার পাঞ্জাবের ভাতিন্ডা থেকে ওই বিমানসেনা কর্মীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। গুরুত্বপূর্ণ তথ্য পাচার করার সময় তাকে হাতে নাতে ধরে পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, মাস তিনেক ধরেই সাবেক ওই বিমানসেনা কর্মীর উপর নজর রেখেছিল দিল্লী পুলিশ। অবশ্য সাফল্য মেলে গত সোমবার। তথ্য পাচারের সময় ধরা পড়ে ওই বিমানসেনা কর্মী। অভিযোগের সত্যতা মেলার পর ওই দিনই তাকে বাহিনী থেকে বহিষ্কার করে ভারতীয় বিমানসেনা। মঙ্গলবার তাকে পাতিয়ালার আদালতে তোলা হয়। অত্যন্ত সংবেদনশীল গোপন ফৌজি নথি পাচারের অভিযোগে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) একবালপুর থেকে গ্রেফতার করে শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র প্রভাবশালী সদস্য ইরশাদ আনসারি, তার ছেলে টিএমসিপি নেতা আসফাক এবং ইরশাদের শ্যালক মোহাম্মদ জাহাঙ্গির। উত্তপ্রদেশের মেরঠ থেকে ধরা হয় সন্দেহভাজন আইএসআই এজেন্ট তথা পাক নাগরিক মোহাম্মদ কালাম ওরফে ইজাজ। ইজাজের সূত্র ধরেই জানা যায় ইরশাদের হদিস। ইরশাদ যে দিন ধরা পড়ে সে দিনই রাজৌরির দু’জন বাসিন্দাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ধৃতদের মধ্যে এক জন বিএসএফ-এর গোয়েন্দা বিভাগের কর্মী, আব্দুল রাশিদ। রাশিদের সঙ্গে আইএসআই-এর যোগাযোগ করিয়ে দেয় তারই আত্মীয় কাফাইতুল্লাহ খান। কাফাইতুল্লাহকে জেরার সূত্র ধরেই জানা যায়, দিল্লিতে পাক হাইকমিশনের এক কর্মীর নির্দেশেই চরবৃত্তির কাজ করছিল। ৩০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে