শুক্রবার, ২২ মে, ২০২০, ০৫:১৫:১৬

শতাধিক আরোহী নিয়ে পাকিস্তানে বিমান বিধ্ব'স্ত, কোনও যাত্রীর বাঁচার খবর মেলেনি

শতাধিক আরোহী নিয়ে পাকিস্তানে বিমান বিধ্ব'স্ত, কোনও যাত্রীর বাঁচার খবর মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ১০০ জনের বেশি আরোহী নিয়ে একটি বিমান বিধ্ব'স্ত হয়েছে। বার্তা সংস্থা ডিপিএ এবং এএফপি এই তথ্য জানিয়েছে। এয়ারবাস এ ৩২০ মডেলের উড়োজাহাজটি করাচির একটি আবাসিক এলাকায় বিধ্ব'স্ত হয়েছে বলে নি'শ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

অবতরণ করার ঠিক এক মিনিট আগে যাত্রী ও বিমানসদস্যদের নিয়েই করাচি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল লাহোর থেকে রওনা হওয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, বিমানটিতে প্রায় ১০৭ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত কোনও যাত্রীর বেঁচে যাওয়ার খবর মেলেনি।

বিমানটি আবাসিক অঞ্চলে ভেঙে পড়েছে। করাচি বিমানবন্দর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মালিরের মডেল কলোনির কাছে জিন্নাহ গার্ডেন এলাকায় এই দুর্ঘ'টনা ঘটেছে। প্রচুর ঘনবসতি থাকায় এবং সরু গলির কারণে উদ্ধারকার্যে বা'ধা পড়ছে। পাকিস্তানের গণমাধ্যম প্রকাশিত ভিজ্যুয়ালে দেখানো হয়েছে, ধ্বং'সস্তূপ সহ ও ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতে আ'গুন লেগেছে। 

আকাশে ঘন কালো ধোঁয়াও দেখা গিয়েছে। পাকিস্তান গণমাধ্যম জানিয়েছে যে ত্রাণ ও উদ্ধারকাজে সহায়তা করার জন্য পাক আর্মি কুইক রিঅ্যাকশন ফোর্স এবং পাকিস্তান রেঞ্জার্স দুর্ঘ'টনাস্থলে রয়েছে। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে