শুক্রবার, ২২ মে, ২০২০, ০৬:১৪:৪৫

আবারও 'অদৃশ্য' হয়ে গেলেন কিম জং উন

আবারও 'অদৃশ্য' হয়ে গেলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে এক রহস্যের নাম উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন। সবশেষ আলোচনায় এসেছিলেন প্রায় তিন সপ্তাহ জনসম্মুখে না এসে। সে সময় তিনি হার্ট অ্যা'টাক অথবা করোনায় মা'রা গেছেন বলে গু'জবও ছড়িয়ে পড়ে। সব গু'জবকে উড়িয়ে পয়লা মে প্রায় ২০ দিন পর জনসম্মুখে আসেন তিনি। 

সেদিন রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচিয়নে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন কিম। তবে এরপর থেকে আবারো নিখোঁ'জ হয়েছেন রহ'স্যময় এই নেতা। দক্ষিণ কোরিয়ার সরকার আজ শুক্রবার প্রকাশ করেছে, উত্তর কোরিয়ার নেতা তিন সপ্তাহ ধ'রে জনসমক্ষে উপস্থিত হননি। সিউল কর্তৃপক্ষ পরি'স্থিতি পর্যবেক্ষণ করছে। তারা এটাকে অস্বাভাবিক বলে মনে করছেন।

দক্ষিণ কোরীয় সরকারের একজন মুখপাত্র ইয়ো সাং-কি অবশ্য স্মরণ করিয়ে দিয়েছেন যে, এর আগে জানুয়ারিতেও কিমকে ২১ দিনের জন্য জনসমক্ষে দেখা যায়নি। তবে তার দীর্ঘতম অনুপস্থিতি ২০১৪ সালে। সে সময় তিনি ৪০ দিনের জন্য নিখোঁ'জ হয়েছিলেন। এ সময় তার গোড়ালিতে একটি অ'স্ত্রপ'চার করা হয় বলে জানিয়েছিল সিউল।

দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি গণমাধ্যমের মতে, কিম তার বোন কিম ইয়ো-জংয়ের সাথে ওনসানে রয়েছেন। কেউ কেউ মনে করছেন কিমের অনুপ'স্থিতিতে তার বোন সরকারের নেতৃত্ব দেবেন। অনেকের ধা'রণা, পিয়ংইয়ং নেতা করোনা ভাইরাসে আক্রা'ন্ত হওয়ার ভ'য়ে রাজধানী থেকে সরে এসেছেন।

উল্লেখ্য, অত্যধিক ধূমপান, স্থূলতা-সহ বেশ কিছু সম'স্যা নিয়ে দীর্ঘদিন ধ'রেই ভু'গছিলেন কিম জং উন। তার উপর ছিল মাত্রাতিরিক্ত কাজের চাপ। এর জেরেই হৃদযন্ত্রে অ'স্ত্রোপচার এবং তারপর থেকেই গু'রুতর অসুস্থ কিম জং উন। এ নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে জল্পনা-আলোচনা চলে। তবে দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা বারবারই বলছেন, কিম ভালো আছেন। সূত্র : এশিয়ান নিউজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে