শনিবার, ২৩ মে, ২০২০, ০৪:৪৯:৩১

জার্মানিতে মুসলমানদের নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হলো গির্জা

জার্মানিতে মুসলমানদের নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হলো গির্জা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের সং'ক্র'মণ রো'ধে সামাজিক দূরত্ব মেনে চলার নতুন নিয়ম মেনে মসজিদে নামাজ আদায় করা সম্ভব না হওয়ায়, জার্মানির বার্লিনে একটি গির্জা খুলে দেয়া হয়েছে মুসলমানদের প্রার্থনার জন্য। শনিবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স।

গত ৪ মে জার্মানিতে থেকে সকল ধর্মীয় উপাসনালয় পুনরায় খুলে দেয়ার অনুমতি দেয়া হলেও প্রার্থণার সময় একে অপরের থেকে ৫ ফুট দূরত্ব বজায় রাখার নির্দে'শনা দেয়া হয়। এ দূরত্ব মেনে বার্লিনের নিউক্লান জেলার দার আসসালাম মসজিদে কেবলমাত্র জামাতের এক অংশ ধ'রানো সম্ভব ছিল। কিন্তু ক্রুজবার্গের মার্থা লুথেরান গির্জা রমজানের শেষ জুমার নামাজের আয়োজন করে সাহায্য করার প্রস্তাব দেয়।

দার আসসালাম মসজিদের ইমাম রয়টার্সকে বলেন, "এটি একটি দুর্দান্ত বিষয়। এ স'ঙ্কটের মধ্যে এবং রমজানে এটি সবার মাঝে আনন্দ নিয়ে এসেছে। এই মহামা'রি আমাদেরকে একটি সামাজিক বন্ধনে আবদ্ধ করেছে। সং'কট মানুষকে একত্রিত করে তোলে।''

মসজিদ কমিটির সদস্য সামির হামদৌন বলেন, ''এটি এক অদ্ভূত অনুভূতি ছিল কারণ সেখানে বাদ্যযন্ত্র, বিভিন্ন ছবি ছিল, যা ইসলামিক প্রার্থণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু আপনি যদি দেখেন এবং ছোট ছোট বিষয় ভুলে যান, তাহলে শেষ পর্যন্ত এটি সৃষ্টিকর্তার ঘর।'' সূত্র : রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে