রবিবার, ২৪ মে, ২০২০, ১০:৪৮:০৯

এমন ঈদ কখনও দেখেনি সৌদিবাসী, মক্কা-মদিনাতে নেই ঈদ জামাত!

এমন ঈদ কখনও দেখেনি সৌদিবাসী, মক্কা-মদিনাতে নেই ঈদ জামাত!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে আজ এক অন্যরকম ঈদ উদযাপিত হচ্ছে। সেখানে নেই কোনো উৎসবের আমেজ। এমনকি করোনা মহামা'রীর কারণে এ বছর মক্কা-মদিনাসহ দেশটির কোথাও ঈদের জামাতের আয়োজন করা হয়নি।

সৌদি আরবে গত দু'মাস ধরে মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ রয়েছে। এ কারণে এবারই প্রথম রমজান মাসে মসজিদে তারাবির নামাজ পড়া থেকে বঞ্চিত হন দেশটির ধর্মপ্রাণ মুসলমানরা।

সৌদি আরবে প্রতিবছর কয়েক লাখ মুসল্লির উপস্থিতিতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে। কিন্তু করোনা মহামাৎরীর কারণে এ বছর মক্কা মদিনায় ঈদের জামাত হচ্ছে না। এমন অবস্থার মধ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন স্থানীয়দের পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে