রবিবার, ২৪ মে, ২০২০, ০৩:৩৯:৩৫

ঈদ মোবারক: জাস্টিন ট্রুডো

ঈদ মোবারক: জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে কানাডা ও বিশ্বের মুসলমানদের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতি ও টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক ভি'ডিওতে তিনি এ শুভেচ্ছা বার্তা জানান।

দেশ গঠনে মুসলিম কানাডীয়দের অবদানের স্বীকৃতি দিতে ঈদ একটা উপলক্ষ বলে উল্লেখ করেন তিনি। ভি'ডিওতে ট্রুডো বলেন, “সূর্য অস্ত যেতেই রাত থেকে কানাডা ও বিশ্বজুড়ে থাকা মুসলমানরা রোজা ও নামাজের পবিত্র মাস রমজানের শেষ উপলক্ষে শুরু করবে ঈদুল ফিতর উদযাপন।”

মুসলমানদের উদ্দেশে শুভেচ্ছা বার্তায় রমজান ও ঈদের তাৎপর্যও তুলে ধরেন ট্রুডো। কিন্তু করোনাভাইরাস সং'কটের কারণে এবারের ঈদের অনেক আচার-অনুষ্ঠান ভিন্ন প্রকৃতির হচ্ছে বলে জানান কানাডার সরকার প্রধান।

ভি'ডিও বার্তায় তিনি বলেন, ‘যেহেতু আমরা কভিড-১৯ এর বিরু'দ্ধে ল'ড়াইয়ে আছি, তাই এবারের ঈদের অনেক ঐতিহ্য ও উদ্‌যাপন ভিন্ন হবে। যেমনটা পুরো রমজান জুড়ে হয়েছে, মুসলিম কানাডীয়রা ঘরে নামাজ পড়বে। বিশেষ এই দিনটি ভার্চুয়াল মাধ্যমে পালন করবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে আমরা এসব ক'ঠিন সময় কাটিয়ে উঠব।’

করোনা সং'কটে কানাডীয় মুসলমানদের অবদানের কথাও ঈদ শুভেচ্ছা বার্তায় তুলে ধরেন ট্রুডো। তিনি বলেন, ‘রমজান মাস জুড়েই খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে অসহায়দের সাহায্য করে গেছে মুসলিম কানাডীয়রা। অনেকে রোজা রেখেই স্বাস্থ্য ও গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে এই মহামা'রির বি'রুদ্ধে ল'ড়াই করেছেন।’

ট্রুডো বলেন, ‘আমাদের দেশকে আরও ভালো জায়গায় নিতে মুসলিম কানাডীয়রা যেভাবে কাজ করে যাচ্ছে তার স্বীকৃতি দিতে এবং আমরা যে বৈচিত্র্যপূর্ণ জাতিতে পরিণত হয়েছি তা উদযাপন করতে ঈদুল ফিতর আমাদের সবার জন্য একটা সুযোগ।’ “আমাদের পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে উৎফুল্ল একটি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে