রবিবার, ২৪ মে, ২০২০, ০৪:৪৫:৫৪

সেলুনে দুই নাপিতের মাধ্যমে করোনায় আক্রা'ন্ত ১৪০ জন

সেলুনে দুই নাপিতের মাধ্যমে করোনায় আক্রা'ন্ত ১৪০ জন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের একটি সেলুনের দোকানের দুই নাপিতের মাধ্যমে অন্তত ১৪০ জন গ্রাহক করোনায় আক্রা'ন্ত হয়েছেন। করোনার লক্ষ'ণ নিয়েই সেলুনে টা'না ৮ দিন ধ'রে কাজ করেছিলেন ওই দুই নাপিত। 

রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবে'দনে এ ত'থ্য জানিয়েছে। মিসৌরির স্প্রিং'ফিল্ড-গ্রিন হেলথ ডিপার্টমেন্ট এক ঘো'ষণায় বলা হয়েছে, দ্বিতীয় একজন নাপিতের নমু'না পরীক্ষায় করোনা পজিটিভ ফল এসেছে। মিসৌরির গ্রেট ক্লিপস সেলুনের এই নাপিতের মাধ্যমে সেখানে সেবা নিতে আসা ৫৬ জন গ্রাহক সং'ক্র'মিত হয়েছেন।

এর একদিন আগে, একই সেলুনের অপর একজন নাপিতের মাধ্যমে ৮৪ গ্রাহক এবং সাতজন সহকর্মী করোনা আক্রা'ন্ত হয়েছেন বলে জানানো হয়। কর্মকর্তারা বলেছেন, করোনার লক্ষ'ণ নিয়েই কাজ করছিলেন ওই দুই নাপিত। এমনকি শরীরে করোনার লক্ষ'ণ আছে কিংবা পরীক্ষায় পজিটিভ ফল এসেছে তা কর্তৃপক্ষকে জানায়নি তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে