মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ০৯:৫৬:০৮

ট্রাম্পের সেই ভারতীয় ওষুধের ব্যবহার নি'ষি'দ্ধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ট্রাম্পের সেই ভারতীয় ওষুধের ব্যবহার নি'ষি'দ্ধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মো'কা'বেলায় কতটা কা'র্যকর হা'ইড্রো'ক্সি'ক্লো'রোকু'ইন? উত্তরটা খুব সুখকর হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ওষুধের সপ'ক্ষে কথা বলে এসেছেন কিন্তু স্বাস্থ্যকর্মীরা বারবার বলেছেন, হি'তে বিপরীত হচ্ছে। আর সবদিক মাথায় রেখেই এবার ম্যা'লেরি'য়া ড্রা'গ হা'ইড্রো'ক্সিক্লো'রোকু'ইন নিয়ে বড় সিদ্ধা'ন্ত নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

অনি'র্দিষ্ট'কালের জন্য এই ম্যালে'রিয়া ড্রা'গের ট্রা'য়াল ব'ন্ধ রাখছে সংস্থাটি। কোভিড-১৯ চিকিৎসার পরীক্ষামূ'লক ওষুধ হিসেবে হা'ইড্রো'ক্সিক্লো'রোকু'ইনের ব্যবহার স্থ'গিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার তারা জানিয়েছে, ঝুঁ'কি এ'ড়াতে কয়েকটি দেশে সাম'য়িকভাবে এটির ব্যবহার নি'ষি'দ্ধ করা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবে'দন অনু'যায়ী, সাম্প্রতিক এক গবেষণায় ওষুধটি ব্যবহারে কোভিড-১৯ রোগীদের মৃ'ত্যুঝুঁ'কি বা'ড়তে পারে বলে ই'ঙ্গি'ত পাওয়ার পর এই সিদ্ধা'ন্ত নিয়েছে ডব্লিউএইচও। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধটিকে 'গে'মচে'ঞ্জার' আ'খ্যা দিলেও সে দেশের ওষুধ প্রশাসন আগেই এটির ঝুঁ'কি সম্পর্কে স'ত'র্ক করেছিল। 

সোমবার এক অনলাইন বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সচিব টে'ড্রস আধানম বলেন, সংস্থার একজিকিউটিভ গ্রু'প সিদ্ধা'ন্ত নিয়েছে, সুর'ক্ষার কথা মাথায় রে'খেই আপাতত স্থ'গিত রাখা হচ্ছে হা'ইড্রো'ক্সিক্লো'রোকু'ইনের ট্রা'য়াল। তিনি জানান, কভিড-১৯ রোগীদের ক্ষেত্রে হা'ই'ড্রো'ক্সিক্লো'রোকু'ইনের প্র'য়ো'গ কতটা নিরা'পদ, তার পর্যা'লোচ'না চ'লছে, তার আগ পর্যন্ত বিশ্ব সংস্থার নির্বাহীরা এই ওষুধটির পরীক্ষামূ'লক ব্যবহার স্থ'গিত রাখার সিদ্ধা'ন্ত নিয়েছে। 

তবে কভিড-১৯ চিকিৎসায় বিশ্বে অনু'মোদিত অন্য যেসব ওষুধের পরীক্ষামূ'লক প্রয়ো'গ চলছে, তা চলবে। এপ্রিলের শুরুতে মার্কিন প্রেসিডেন্টের পরামর্শ ক্র'মে বহু দেশকে এই ওষুধ সরবরাহ করেছিল ভারত। তবে এর আগে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নি'য়'ন্ত্রক সং'স্থাও ক্লো'রোকু'ইন ও হাই'ড্রক্সি'ক্লোরো'কু'ইনের পা'র্শ্ব প্র'তিক্রি'য়ার বিষয়ে সত'র্ক করে বিবৃ'তি দেয়। সূত্র  বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে