বুধবার, ২৭ মে, ২০২০, ০৬:৩৯:৪৬

ভারত-চীন যু'দ্ধের প'রিস্থিতি, সরাসরি যা জানিয়ে দিল ট্রাম্প

ভারত-চীন যু'দ্ধের প'রিস্থিতি, সরাসরি যা জানিয়ে দিল ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখ সীমান্তে ক্রমেই আগ্রা'সী হয়ে উঠছে চীন। ‘সুচাগ্র মেদিনী’ না দেওয়ার প্র'তিজ্ঞা করে রু'খে দাঁড়িয়েছে ভারতও। ফলে দু’দেশের মধ্যে তৈরি হয়েছে যু'দ্ধের প'রিস্থিতি। এহেন সময়ে সংঘা'ত আট'কাতে সরাসরি মধ্যস্থতার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার, নিজের টুইটার হ্যান্ডেলে ট্রাম্প লেখেন, “আমরা ভারত ও চীন দু’দেশকেই জানিয়েছি যে তাদের মধ্যে সীমানা নিয়ে চলা বিবাদে মধ্যস্থতা করতে রাজি এবং সক্ষম আমেরিকা।” তাৎপর্যপূর্ণভাবে, করোনা মহামািরির জন্য চীনকে বারবার কাঠগড়ায় তুলেছেন ট্রাম্প৷ 

সম্প্রতি, হংকংয়ে চিনের নীতি নিয়ে সরব হয়েছে মার্কিন প্রেসিডেন্ট৷ সে ক্ষেত্রে চীনের উপর বাণিজ্য নিষে'ধা'জ্ঞা চা'পানোর পরিকল্পনাও করছেন বলে জানিয়েছেন তিনি৷ বিশ্লেষকদের মতে, ভারত ও চীনের মধ্যে করোনা আবহে যু'দ্ধ চাইছে না আমেরিকা। এই মুহূর্তে এশিয়ায় শান্তি বজায় রাখার পক্ষেই হোয়াইট হাউস। 

কিন্তু চীনা আগ্রাসন ঠে'কাতে এবং বেজিংকে চা'পে রাখতে নয়াদিল্লির পাশেই দাঁড়াবে ওয়াশিংটন। বিশ্বমঞ্চে মার্কিন স্বার্থে চীন যে আঘা'ত দিয়েছে তা এবার ভারতকে পাশে রেখে কিছুটা পুষিয়ে নিতে চাইছে আমেরিকা। -সংবাদ প্রাতদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে