বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ০৫:৪৬:১১

চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া

চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় যুক্তরাষ্ট্রকে সতর্ক  করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : হংকং পরি'স্থিতিতে চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সত'র্ক করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, চীন সরকার হংকংয়ের জন্য জাতীয় নিরা'পত্তা আইন নামের যে বিল তৈরি করেছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের হ'স্তক্ষেপের হু'মকি আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের গ্রহণযোগ্যতা নষ্ট করবে।

চীন বৃহস্পতিবার হংকংয়ে রাষ্ট্রদ্রো'হ, বিচ্ছি'ন্নতা ও দেশদ্রো'হ নি'ষিদ্ধ করে জাতীয় নিরা'পত্তা আইন চালুর প্রস্তাব দিয়েছে এবং আইনটি পাসের চেষ্টা চালাচ্ছে। আইনটির পক্ষে যুক্তি তুলে ধ'রে চীনের নেতারা বলছেন, সন্ত্রা'সের হু'মকি মো'কাবেলায় এ আইন খুবই প্রয়োজন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এ বিষয়ে একটি প্রতিবেদন পাঠিয়ে চীনকে হু'মকি দিয়েছেন। পম্পেও শুক্রবার বেইজিংয়ের এই পদক্ষেপের নি'ন্দা জানিয়ে বলেন, চীন হংকংয়ের ব্যাপারে যে 'একতরফা'ও 'বৈরি' আইন তৈরি করতে যাচ্ছে ওয়াশিংটন এর তী'ব্র নি'ন্দা জানাচ্ছে।

এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, হংকং নিয়ে যে বাগাড়ম্বর যুক্তরাষ্ট্র করছে তা সম্পূর্ণ চীনের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে হ'স্তক্ষেপের যে চেষ্টা ওয়াশিংটন করছে তাতে অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টা'নাপো'ড়েন তৈরি করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাগাড়ম্বর ন'জিরবি'হীন হলেও তা রাশিয়ার কাছে তা অপ্রত্যাশিত ছিল না।

১৯৯৭ সালে ব্রিটিশদের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ নেয় চীন। হংকং চীনের একটি আধা স্বা'য়ত্বশা'সিত অঞ্চল হলেও স্বাধীনতার দাবি উঠেছে। সেখানে বিক্ষো'ভও চলছে। ২৬০ টিরও বেশি বি'চ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত এই অঞ্চলটি পার্ল নদীর বদ্বীপের পূর্ব দিকে অবস্থিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে