বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ১১:৩১:৫২

একজোট হচ্ছে তুরস্ক-সৌদি

একজোট হচ্ছে তুরস্ক-সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভভাবে আরো ঘনিষ্ট হচ্ছে সৌদি আরব ও তুরস্ক। দেশ দুইটির মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য এ পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আজ-জুবায়ের। রিয়াদে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু’র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। আজ-জুবায়ের, এ বৈঠকে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত সহায়তা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রিয়াদে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান এবং সৌদি রাজা সালমান বিন আজিজের মধ্যে বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়। দুই দেশের সামরিক, নিরাপত্তা, অর্থনৈতিক, বাণিজ্য,জ্বালানি এবং বিনিয়োগের বিষয়ে এ পরিষদ দেখবে বলেও জানান সৌদি পরাষ্ট্রমন্ত্রী। দেশ দুইটির সম্পর্ককে সত্যিকার অর্থে কৌশলগত করে তোলাই এ পরিষদের উদ্দেশ্য বলে জানান তিনি। সূত্র: রেডিও তেহরান ৩০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে