বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ১১:৪১:২৮

অনন্য উচ্চতায় পাক বিমান বাহিনী, সহায়তায় চীন

অনন্য উচ্চতায় পাক বিমান বাহিনী, সহায়তায় চীন

আন্তর্জাতিক ডেস্ক : অনন্য উচ্চতায় পৌঁছেছে পাকিস্তান। দেশটি চলতি বছর জেএফ-১৭ থান্ডার জঙ্গিবিমান নির্মাণের লক্ষ্যমাত্রা পূরণের সাফল্য অর্জন করেছে অ্যারোনটিক্যাল কমপ্লেক্স বা পিএসি। ১৬তম জেএফ-১৭ থান্ডার বিমান নির্মাণের মধ্যদিয়ে এ লক্ষ্যমাত্রা পূরণ করা হয়। এ উপলক্ষে কামরায় অবস্থিত পিএসি কমপ্লেক্সে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মাধ্যমে সম্প্রতি নির্মিত জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানগুলোকে পাকিস্তান বিমান বাহিনীতে মোতায়েন করা হয়। পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্র্যাফট যৌথভাবে এ বিমান তৈরি করেছে। চেংদু এয়ারক্র্যাফটের তৈরি জেএফ-১৭ থান্ডার ২০০৭ সালের মার্চ মাসে ব্যবহার শুরু করে পাক বিমান বাহিনী। ২০০৯ সালে পাকিস্তান এ বিমান উৎপাদন শুরু করে। হাল্কা ওজনের এক ইঞ্জিনবিশিষ্ট এবং বহুমুখী যুদ্ধে পারদর্শী জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ৫৫,৫০০ ফুট উঁচু দিয়ে উড়তে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১,২৯৬ কিলোমিটার। সূত্র: রেডিও তেহরান ৩০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে