আমেরিকাকে রকেট ছুঁড়ে সতর্ক করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান ও বহরের অন্যান্য যুদ্ধজাহাজের কাছে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী রকেট নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
বহরটি শনিবার পারস্য উপসাগরে প্রবেশের সময় ‘সংক্ষিপ্ত নোটিসের পরপরই প্রবল উস্কানিমূলক’ এ কাজ করা হয় বলে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন মুখপাত্র দাবি করেছেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র কাইল রাইন্স বলেন, “মাত্র ২৩ মিনিট আগে দেওয়া নোটিসের পর বিপ্লবী রক্ষীবাহিনীর কয়েকটি জাহাজ থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজ চলাচল পথের খুব কাছে রকেট ছোঁড়া হয়।”
“এগুলো প্রবল উস্কানিমূলক, অনিরাপদ এবং অপেশাদারসুলভ কাজ। এটি আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান একটি জলপথের নিরাপত্তার ব্যাপারে ইরানের প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করেছে,” এক ইমেইলে বলেন তিনি।
বিমানবাহী রণতরী ট্রুম্যান হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশের সময় এর সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর আরো দুটি যুদ্ধজাহাজ ছিল। এসব যুদ্ধজাহাজ ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে চলমান জোট বাহিনীর অভিযানে ভূমিকা রাখছে বলে জানিয়েছেন রাইন্স।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অজ্ঞাতনামা এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনবিসি নিউজ জানায়, ওই সময় হরমুজ প্রণালীতে বিপ্লবী রক্ষীবাহিনীর গোলা নিক্ষেপের মহড়া চলছিল এবং একটি গোলা ট্রুম্যান রণতরীর দেড় কিলোমিটারের মধ্যে এসে পড়ে।
‘এসব রকেট ট্রুম্যান ও অন্যান্য যুদ্ধজাহাজ লক্ষ্য করে ছোঁড়া হয়নি, শুধু কাছে এসে পড়েছে’ বলে জানিয়েছে এনবিসি।
বহরে থাকা যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ বাকলি ও ফরাসি একটি ফ্রিগেট যুদ্ধজাহাজের কাছেও কয়েকটি রকেট এসে পড়ে বলে জানিয়েছে নিউজ চ্যানেলটি।
১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর থেকে ১৯৮০-র দশকে পারস্য উপসাগরে ইরানি ও যুক্তরাষ্ট্রের বাহিনীর মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে, বিশেষ করে ওই দশকে চলা ইরান-ইরাক যুদ্ধের সময়। সূত্র: রয়টার্স
৩০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�