মেকআপ নিয়ে তোলপাড়, সাবধান হোন আপনিও
আন্তর্জাতিক ডেস্ক : ১৫ বছর বয়সী এক কিশোরীকে মাঝ রাস্তায় ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছিলেন টিকেটচেকার। এশিয় বংশোদ্ভূত জাহরা সাদিকতার অপরাধ হল, মেকআপ। সম্প্রতি ব্রিটেনের বার্মিংহাম শহরে এমন এক ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।
গত ২২ ডিসেম্বর বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে বেরিয়েছিল জাহরা সাদিকতা। ফেরার পথে আগের মতোই শিশুটিকেট নিয়ে ন্যাশনাল এক্সপ্রেসের কোম্পানির কোচে ওঠে সে। কিন্তু বেশি মেকআপ করায় তাকে বেশ বড় দেখাচ্ছিল বলে টিকেটচেকার ক্ষেপে যান। জাহরা বার বার বলছিল, বিশ্বাস করুন, আমার বয়স ১৫। আমি একটুও বয়স কমাচ্ছি না’। তখন দাঁত খিচিয়ে টিকেটচেকার বলেন,‘এ্যাই মেয়ে, আমাকে বোকা পেয়েছ! নিজের চেহারার দিকে তাকাও। এত মেকআপ দিয়েছ যে তোমাকে ১৫ বলে কেউ বিশ্বাস করবে না। পয়সা বাঁচাতে কম দামে বাচ্চাদের টিকেট কেটেছ।
জাহরার বয়সের প্রমাণ চান টিকেটচেকার। জানতে চান সার্টিফিকেট বা পাসপোর্ট আছে কিনা। এর কোনটিই না পেয়ে চেকার তাকে বলেন, শোন মেয়ে, আজই বাসায় গিয়ে পাসপোর্টের ছবি তুলে মোবাইলে সেভ করে রাখবে। ভবিষ্যতে কাজে দেবে। এখন লাথি মেরে বাস থেকে ফেলে দেয়ার আগেই নেমে পড়। নইলে তোমার কপালে আরো খারাপি আছে।
এরপর বাস থামিয়ে মেয়েটিকে জোর করে নামিয়ে দেন তিনি। সাথে ৩৫ পাউন্ড জরিমানা দিতে হয়েছে। সেই রাতে জাহরাকে বাকি পথ পায়ে হেঁটে একা একা বাড়ি ফিরতে হয়েছে।
এ ঘটনার জন্য জাহরার পরিবার ন্যাশনাল এক্সপ্রেস কোম্পানির কাছে অভিযোগ করেছেন। তার চাচা নাভিদ সাদিকের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে ওই বাস কোম্পানি।
আক্ষেপ করে গণমাধ্যমকে জাহরা জানায়, আমি মাঝে মাঝে একটু বেশি মেকআপ করে ফেলি। এতে আমাকে খানিকটা বড় দেখায়। কিন্তু আমি তো বয়সের কথা মাথায় রেখেই মেকআপ করি। একটু গাঢ় লিপস্টিক, কাজল, আইলাইনার, আইশ্যাডো আর গালে খানিকটা ফেসপাউডার-ব্লাসঅন এইতো। তাতেই এত কাহিনী! সূত্র: ডেইলি মিরর
৩০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�