বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০২:১৬:৫৫

পায়ের চিকিৎসায় ৮ বিমানে রাজকীয় যাত্রা

পায়ের চিকিৎসায় ৮ বিমানে রাজকীয় যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক : ধনী দেশের রাজ পরিবার বলে কথা। তার পরে আবার সাবেক আমিরের ভাঙ্গেছে পা। তাই চিকিৎসাও হওয়া চাই রাজকীয়। সে জন্য ৮টি বিমান নিয়ে সুইজারল্যান্ড গেলেন কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি। গত রোববার তার পা ভাঙ্গে বলে মঙ্গলবার কাতার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত ২৬ ডিসেম্বর রোববার তার পা ভেঙ্গে গেলে তিনি সুইজারল্যান্ডের জুরিখে চিকিৎসার জন্য গিয়েছেন। সফল অপারেশনের পর তিনি সুস্থ্য হয়ে উঠছেন এবং তিনি চিকিৎসাধীন আছেন বলেও বিবৃতিতে জানানো হয়। সুইস সিভিল এভিয়েশন থেকেও উল্লেখিত বিমানের বিষয়ে সত্যতা নিশ্চিত করা হয়েছে। সুইস পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বার্তা সংস্থা এএফপিকে জানানো হয়েছে যে, কাতার রাজকীয় পরিবারের সদস্যরা সেখানে অবস্থান করছেন। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। থানি ১৯৯৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বের অন্যতম ধনি দেশ কাতারের শাসক ছিলেন। তিনি গত জানুয়ারি মাসের ১ তারিখে তার ৬৪তম জন্মদিন পালন করেছেন। ২০১৩ সালে এক টেলিভিশন বক্তৃতার মাধ্যমে তিনি তার ছেলে ও বর্তমান শাসক তামিম বিন হামাদ আল-থানির নিকট ক্ষমতা হস্তান্তরের বিষয়টি জানিয়েছিলেন। সূত্র : মিডলইস্ট আই ৩০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে