বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২০, ১০:১৫:২৬

যুক্তরাষ্ট্রে মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে দিলো বিক্ষো'ভকারীরা

যুক্তরাষ্ট্রে মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে দিলো বিক্ষো'ভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হ'ত্যাকা'ণ্ড ঘিরে বিক্ষো'ভের আ'গুনে জ্ব'লছে পুরো যুক্তরাষ্ট্র। উত্তা'ল সেই জনরো'ষের হাত থেকে রেহাই মিলল না মহাত্মা গান্ধীজিরও! ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে রাখা মহাত্মা গান্ধীর মূর্তি ভা'ঙচুর করেছে অজ্ঞাত একদল বিক্ষো'ভকারী।

ওয়াশিংটন ডিসিতে ২ ও ৩ জুন মধ্যবর্তী রাতে ন্যা'ক্কারজনক ঘ'টনাটি ঘ'টেছিল বলে জানা গেছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে লিখিত অভিযো'গ করা হয়েছে। দ্য ইউনাইটেড স্টেটস পার্ক পুলিশ ঘটনার ত'দ'ন্ত শুরু করেছে।

২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের হাতে নি'র্ম'মভাবে নিহ'ত হন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। প্রকাশ্যে শহরের রাস্তায় গলায় হাঁটু দিয়ে চে'পে ধ'রে শ্বাসরো'ধ করে ফ্লয়েডকে হ'ত্যা করেন এক শ্বেতাঙ্গ পুলিশ। এদিকে আমেরিকাজুড়ে বিক্ষো'ভ ও অশান্তির আ'গুন ছড়িয়ে পড়ায় দেশটিতে ২০ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। 

মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, স'হিং'সতা মোকাবেলায় কমপক্ষে ২৮টি রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানী ওয়াশিংটনে সেখানকার জাতীয় গার্ড বাহিনীকে মোতায়েন করা হয়েছে। বিক্ষো'ভ থামাতে অধিকাংশ শহরে কারফিউ জারি করা হয়েছে কিন্তু তাতেও পরি'স্থিতি নিয়'ন্ত্রণে আনা যাচ্ছে না। গ্রে'ফতার করা হয়েছে ১০ হাজার বিক্ষো'ভকারীকে। সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া, কলকাতা ২৪।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে