বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪৩:৫১

ইন্টারভিউ নয়, লিখিত পরীক্ষায় পাস করলেই মিলবে চাকরি

ইন্টারভিউ নয়, লিখিত পরীক্ষায় পাস করলেই মিলবে চাকরি

আন্তর্জাতিক ডেস্ক : চাকরির জন্য কত রকমের জক্কি ঝামেলা। একাডেমিক পরীক্ষায় ভালো ফলাফল করার পরও নিয়োগ পেতে নানা ধরণের পরীক্ষা দিতে হয়। সাথে তো ইন্টারভিউ কম্বলচারি আছেই। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য একটা সুখবর আছে। নীচুতলার কর্মচারী পদের জন্য আর ইন্টারভিউয়ের গণ্ডি পেরোতে হবে না। লিখিত পরীক্ষায় পাশ করলেই হবে। পয়লা জানুয়ারি থেকেই এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। এই মর্মে সবকটি কেন্দ্রীয় সরকারি দফতরে নির্দেশিকাও পৌছে গিয়েছে। গ্রুপ সি, গ্রুপ বি এবং নন গেজেটেড পদে নিয়োগের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। তবে, কয়েকটি ক্ষেত্রে দক্ষতা এবং শারীরিক পরীক্ষার গণ্ডি পেরোতে হতে পারে। যদিও সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনও মানদণ্ড হিসেবে গ্রাহ্য হবে না। সূত্র: জিনিউজ ৩০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে