বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৫:১৭:৪৩

অতিরিক্ত সাজগোজের কারণে বাস থেকে নামিয়ে দেয়া হলো কিশোরীকে

অতিরিক্ত সাজগোজের কারণে বাস থেকে নামিয়ে দেয়া হলো কিশোরীকে

আন্তর্জাতিক ডেস্ক : অতিরিক্ত সাজগোজের কারণে এক কিশোরীকে বাস থেকে নামিয়ে দিয়েছেন এক নারী কন্ডাক্টর। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে। ওই তরুণী এশীয় বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক। তার নাম জাহরা সাদিক। গত সপ্তাহে বার্মিংহামে ন্যাশনাল এক্সপ্রেসের একটি বাসে চড়ে যাচ্ছিল জাহরা। এ সময় বাসটির কন্ডাক্টর তাকে টিকিট দেখাতে বলে। কিশোরদের জন্য কেনা টিকিটটি দেখার পর তার বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেন কন্ডাক্টর। জাহরাকে দেখে কন্ডাক্টরের ধারণা হয়, তার বয়স ১৫ নয়, নিজেকে শিশুদের মতো দেখাতে সে অতিরিক্ত সাজগোজ করেছে। এ ধারণা থেকেই জাহরাকে বাস থেকে নামিয়ে দেন তিনি। কিশোরী জাহরা জানান, গত ২২ ডিসেম্বর বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার সময় বাস কন্ডাক্টর তাকে বাস থেকে নামিয়ে দেয়। এরপর হেঁটে যাওয়ার পাশাপাশি ৩৫ পাউন্ড জরিমানাও গুনতে হয় তাকে। এ ঘটনায় ভীত জাহরা বাসে চড়ার সময় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি সঙ্গে রাখার চিন্তা-ভাবনা করছেন বলে জানিয়েছেন তার চাচা নাভিদ সাদিক। ঘটনার পর মিডল্যান্ডের ন্যাশনাল এক্সপ্রেসের অফিসে ফোন দেয়া হলে তারা এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানায়। তবে পরবর্তী সময়ে সাংবাদিকরা বিষয়টি নিয়ে ন্যাশনাল এক্সপ্রেস কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তারা জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে