বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৬:১১:৫২

স্ত্রীকে খুনের অপরাধে স্বামী ফায়ারিং স্কোয়াডে

স্ত্রীকে খুনের অপরাধে স্বামী ফায়ারিং স্কোয়াডে

আন্তর্জাতিক ডেস্ক : পত্রিকার পাতা খুললেই শোনা যায় স্ত্রীর হাতে স্বামী হত্যা অথবা স্বামীর হাতে স্ত্রী হত্যা। তবে এবার স্ত্রীকে খুন করার অপরাধে এক স্বামীকে গুলি করে হত্যা করা হলো। স্ত্রীকে খুনের অপরাধে এক ভারতীয়কে ফায়ারিং স্কায়োডে গুলি করে খুন করার সাজা দিল দুবাইয়ের এক আদালত। ২০১৩ সালে দুবাইয়ের আল আফকা থেকে উদ্ধার হয় মুম্বাইয়ের বাসিন্দা মিনি ওরফে বুশরার দেহ। এই ঘটনায় বুশরার স্বামী আতিফ ও তার এক সঙ্গীকে গ্রেফতার করে দুবাই পুলিশ। তদন্তে জানা যায়, ভারতের মহারাষ্ট্রের রায়গড়ের বাসিন্দা আতিফ ২০০৭ সালে তার পরিবারের অমতে সহপাঠী মিনিকে বিয়ে করে। বিয়ের পর মিনির নাম হয় বুশরা। এরপর কাজের খোঁজে দুবাই চলে যায় আতিফ ও বুশরা। দীর্ঘদিন মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে, মিনির পরিবার খোঁজখবর শুরু করে। ২০১৩ সালে উদ্ধার হয় মিনি ওরফে বুশরার দেহ। আর এর কারণেই দুবাই আদালত বুশরার স্বামীকে গুলি করে হত্যার অনুমতি দিল। ৩০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে