সোমবার, ১৫ জুন, ২০২০, ১১:০২:১৮

অপা'রেশন ‘ক্ল-ঈগল’, একযোগে ৮০ স্থানে তুরস্কের ভ'য়াবহ বিমান হা'মলা শুরু

অপা'রেশন ‘ক্ল-ঈগল’, একযোগে ৮০ স্থানে তুরস্কের ভ'য়াবহ বিমান হা'মলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ থেকে চলে আসা সং'ঘা'তের ধা'রাবাহি'কতায় আবারো ইরাকের পিকেকে আ'স্তা'নায় হা'মলা চা'লালো তুরস্ক। এবার একটি দুটি নয় মোট ৮০টিরও বেশি কুর্দি ল'ক্ষ্যব'স্তুতে আ'ঘা'ত আ'নে তুরস্কের জ'ঙ্গী বিমান। সোমবার (১৫ জুন) দেশটির প্রতির'ক্ষা মন্ত্রণালয় এ হা'মলার কথা জানিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, অ'পারে'শন ক্ল'-ঈগল নামে ইরাকের উত্তরাঞ্চলের স'ন্দে'হভাজ'ন কয়েকটি অবস্থানে এসব ভ'য়াব'হ হা'মলা চা'লানো হয়। তুরস্কের দিয়ারবাকির ও মালা'ত্যা শহরের কয়েকটি ঘাঁ'টি থেকে জ'ঙ্গি বিমানগুলো উত্তর ইরাকের পিকেকে অবস্থানে হা'মলা চা'লায়।

তুর্কি প্রতির'ক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান সীমা'ন্তের কাছে কান্দিল এলাকায়ও তুর্কি বিমানগুলো বো'মাব'র্ষণ করে। তুরস্কের প্রতির'ক্ষা মন্ত্রণালয়ের এক টুইটার পোস্টে বলা হয়েছে, অ'পারে'শন ‘ক্ল'-ঈগল’ শুরু হয়েছে এবং আমাদের বিমান স'ন্ত্রা'সীদের গু'হাগুলো ধ্বং'স করে দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে