সোনার গয়না কিনতে নতুন নিয়ম
আন্তর্জাতিক ডেস্ক : সোনার গয়না কিনতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। দুই লাখ টাকার বেশি মূল্যের গয়না কিনলেই এবার থেকে ক্রেতাকে দেখাতেই হবে প্যানকার্ড।
নয়া বছর থেকেই নয়া নিয়ম চালু হতে চলেছে। সম্প্রতি এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনের হুমকি অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের। তাদের মত, নয়া এ নিয়মে সোনা বিক্রি প্রচন্ড পরিমাণে ধাক্কা খাবে।
সংগঠনের তরফে জানানো হয়েছে, যারা সোনার গয়না কেনেন, তাদের মধ্যে ৭০ শতাংশ গ্রামীণ ক্রেতা। এদের অধিকাংশই আয়করের আওতায় পড়েন না। বিয়ে বা কোনো উৎসবে তারা সাধারণত গয়না কেনেন, যার অঙ্ক দুই লাখের টাকার বেশি।
তাদের অনেকেরই প্যান কার্ড থাকার প্রশ্নই ওঠে না। ফলে কেন্দ্র যদি দুই লাখ টাকার উপরে প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক করে, সেক্ষেত্রে স্বর্ণশিল্প আর্থিক ক্ষতির মুখোমুখি হবে।
যদিও এর আগে কেন্দ্রের তরফে এক লাখ টাকার উপর সোনা কেনার ওপর প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক করেছিল। কিন্তু ব্যবসায়ীদের দাবি ছিল যে, সরকার এই প্যান কার্ড দেখানোর নিয়ম চলু করুক ৫ লাখ টাকার সোনার গয়না কেনার ওপর।
কিন্তু এবারো তা না করে দুই লাখ টাকার ওপর কেনাকাটায় প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক।
৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�