বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৭:৫৩:৩৬

হামলার পরিকল্পনার দায়ে অভিযুক্ত ব্রিটিশ দম্পতি

হামলার পরিকল্পনার দায়ে অভিযুক্ত ব্রিটিশ দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করার দায়ে দেশটির এক দম্পতিকে অভিযুক্ত করা হয়েছে। লন্ডনে রক্তক্ষয়ী বোমা হামলার ১০ম বর্ষপূর্তিতে এই হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল বলে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। লন্ডনের একটি আদালত বলেছে, ২৫ বছর বয়সি মোহাম্মাদ রেহমান টুইটার বার্তায় তার বন্ধুদের জানিয়েছেন, তিনি লন্ডনের একটি শপিং সেন্টার অথবা ভূগর্ভস্থ ট্রেন লাইনে বোমা হামলা চালাবেন। রেহমান টুইটারে নিজের পরিচয় দিয়েছেন ‘সাইলেন্ট বোম্বার’ বা নীরব বোমা হামলাকারী হিসেবে। রেহমানের টুইট বার্তায় ২০০৫ সালের জুলাই মাসে আল-কায়েদার পক্ষ থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তির লিংক সংযুক্ত ছিল। ওই সময় লন্ডনের পাতাল রেল নেটওয়ার্কে ধারাবাহিক বোমা হামলায় অন্তত পাঁচ ব্যক্তি নিহত হয়েছিল। ইংল্যান্ডের কেন্দ্রীয় ফৌজদারি আদালত- ওল্ড বেইলি’র একটি জুরি বোর্ড সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায়ে রেহমান ও তার স্ত্রী সানা আহমেদ খানকে অভিযুক্ত করেছে। তবে তাদের বিরুদ্ধে এখনও শাস্তি ঘোষিত হয়নি। পুলিশ তাদের বাসভবন থেকে ১০ কেজি ইউরিয়া নাইট্রেট জব্দ করেছে। ব্রিটিশ গণমাধ্যম বলেছে, এই পদার্থ দিয়ে একটি ‘বিশাল বোমা’ বানানো সম্ভব। রেহমান দম্পতি তাদের পরিকল্পনা অনুযায়ী বোমাটি তৈরি করে লন্ডনের ভূগর্ভস্থ ট্রেন লাইনে বসাতে পারলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো বলে ব্রিটিশ নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। ৩০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে