বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ০৬:৪৪:৫৪

কাঁ'টা লা'গানো এই লোহার র'ডেই পি'টিয়ে ভারতীয় সেনাদের মে'রে'ছে চীনা সেনা

কাঁ'টা লা'গানো এই লোহার র'ডেই পি'টিয়ে ভারতীয় সেনাদের মে'রে'ছে চীনা সেনা

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় চার ফুট লম্বা লোহার র'ড। তার মাথার দিকে এক থেকে দেড় ফুট অংশে সা'রি সা'রি পে'রেকের মতো ধা'রাল কাঁ'টা লাগানো। এ রকমই বেশ কিছু কাঁ'টা লাগানো লোহার র'ড উ'দ্ধা'র হয়েছে গলওয়ানের সং'ঘ'র্ষ'স্থল থেকে। সেনা সূত্রে খবর, ওই অ'স্ত্র দিয়েই চীনা বাহিনী আ'ক্র'মণ করেছিল ভারতীয় সেনাদের। 

ভারতীয় সেনা কর্তাদের দাবি, ''ক্লোজ কমব্যা'ট'' বা হা'তাহা'তি-র পর্যায়ে এ ধ'রনের র'ডের আ'ঘা'ত আগ্নে'য়া'স্ত্রর থেকেও বেশি প্রাণঘা'তী। উধমপুর সেনা হাসপাতাল এবং লেহ-র জেলা হাসপাতালে ভ'র্তি সেনাদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন কর্মকর্তারা। সূত্রের খবর, তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, প্রায় এক কোম্পানি সেনা (১০০ থেকে ১২০ জন) চিনা বাহিনীর হা'মলার মু'খে পড়েন। তাদের বয়ান থেকেও স্পষ্ট, এই হা'মলা ছিল পরিক'ল্পিত। আগে থেকে পরিক'ল্পনা করেই ঘি'রে ফেলা হয় ভারতীয় জও'য়ানদের এবং সংখ্যায় ভারতীয় জওয়ানদের তুলনায় চিনা জও'য়ানদের সংখ্যা ছিল কমপক্ষে চার থেকে পাঁচগুণ।

পুরোপুরি এক তরফা হা'মলায় চিনা বাহিনী এলো'পাথা'ড়ি আ'ঘা'ত করে ওই ধ'রনের কাঁ'টা লাগানো রড দিয়ে। সূত্রের খবর, যে চার জন জওয়ানের অবস্থা স'ঙ্ক'টজনক ছিল তাদের অবস্থার উ'ন্নতি হয়েছে এবং তাদের অব'স্থা স্থি'তিশীল। জওয়ানদের বেশির ভাগেরই মাথায় আ'ঘা'ত। তারা এক থেকে দু'সপ্তাহের মধ্যে ফের কাজে যোগ দিতে পারবেন বলে জানা গিয়েছে ভারতীয় সেনা সূত্রে।

এ দিকে প্রকৃত নিয়'ন্ত্রণ রেখায় উ'ত্তে'জনা প্রশ'মনের জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ফের দুই বাহিনীর মেজর জেনারেল পর্যায়ে বৈঠক শুরু হয়েছে। চিশুল সীমান্তের উল্টো'দিকে চিনের মলডোতে এই বৈঠক চলছে। বুধবারও বৈঠক হয়েছিল প্রায় তিন ঘণ্টা। কিন্তু সেই বৈঠকে কোনও সি'দ্ধান্ত হয় নি। অমী'মাংসিত থাকে বৈঠক। ভারতের পক্ষে বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন মেজর জেনারেল হরীন্দ্র সিং।

তবে উত্তে'জনা প্র'শমনের জন্য দ্বিপাক্ষিক কথাবার্তার মধ্যেও প্রকৃত নিয়'ন্ত্রণ রেখা বরাবর সামরিক প্রস্তুতি তু'ঙ্গে দু'পক্ষেরই। সূত্রের খবর, নয়াদিল্লি থেকে সেনাকে প্রয়োজন অনুযায়ী 'ল'জিস্টিক' অর্থাৎ রসদ কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। সেই সঙ্গে এ ধ'রনের পরি'স্থিতি কী ভাবে মো'কাবিলা করতে হবে তা স্থানীয় স্তরেই সিদ্ধান্ত নেওয়ার সবুজ স'ঙ্কে'ত দেওয়া হয়েছে। 

তারপরই নিয়'ন্ত্রণ রেখায় মোতায়েন সেনাকর্মীদের জন্য 'বডি আরমার' বা এক বিশেষ ধ'রনের ব'র্মের মতো পোশাক পাঠানো হচ্ছে। সাধারণত আইন শৃঙ্খলা র'ক্ষার ক্ষেত্রে পুলিশ যে ধরনের বিশেষ বর্ম পোশাক পরে অনেকটা সেই ধরনের পোশাক। তবে এই পোশাক ধা'রাল অ'স্ত্র্রের আঘা'ত রু'খতে পারবে। সোমবার রাতের সং'ঘ'র্ষের জে'রেই এ ধ'রনের প্র'স্তুতি, এমনটাই খবর ভারতীয় সেনা সূত্রে। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে