শুক্রবার, ২৬ জুন, ২০২০, ০৫:২৬:৪৪

ভারতের পানি আ'টকানো নিয়ে সুর পাল্টাল ভুটান

ভারতের পানি আ'টকানো নিয়ে সুর পাল্টাল ভুটান

আন্তর্জাতিক ডেস্ক : আসামের কৃষকদের সেচের পানি আ'টকানো নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদকে ভি'ত্তিহী'ন বলছে ভুটান। দেশটির পররাষ্ট্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এমন সংবাদ সম্পূর্ণ ভি'ত্তিহী'ন। ভারতের সঙ্গে সম্পর্ক খা'রাপ করতে ইচ্ছাকৃতভাবে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। এটি ভুল বোঝাবুঝি। 

শুক্রবার ভুটানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতে বলা হয়েছে, ২৪ জুন ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে আসামের কৃষকদের সেচের পানি আমরা আ'টকেছি। এতে সম'স্যায় পড়েছেন বাকসা ও উদালগুড়ির কৃষকরা। এটা অত্যন্ত ভ'য়াব'হ অভিযোগ। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করতে চায় এই ধরনের সংবাদ ভি'ত্তিহী'ন। ভুটানের পানি বন্ধ করার মতো কোনো কারণ নেই।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুটান ও আসামের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে ফা'টল ধ'রানোর চেষ্টায় এই উদ্যোগ বলে বিবৃতিতে বলা হয়েছে। এই বিবৃতির একদিন আগে (বৃহস্পতিবার রাত) আসামের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণা টুইট করে বলেন, এই প্রতিবেদন সঠিক নয়। প্রাকৃতিক কারণে পানি ব'ন্ধ হয়েছে। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে