ভারতে এক লাফে ১১ ধাপ এগিয়েছে মুসলিমরা
আন্তর্জতিক ডেস্ক : ভারতের গত এক দশকে অনেকটা এগিয়েছে মুসলিমরা। দেশটির পশ্চিমবঙ্গে বৃদ্ধি পেয়েছে মুসলিম স্বাক্ষরতার হার। বুধবার প্রকাশিত সাচার কমিটির রিপোর্টে এমনই বলা হয়েছে। সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী, ২০০১ সালের জনগণনায় দেখে গিয়েছিল এই রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে শিক্ষার হার ছিল ৫৭.৪৭ শতাংশ। এক দশক পরে ২০১১ সালে সেই হার বেড়ে দাঁড়িয়েছে শতকরা ৬৮.৭৪। যা প্রমাণ করে এক দশকে মুসলিম শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে বঙ্গভূমিতে ১১.২৭ শতাংশ। অন্যদিকে সংখ্যাগুরু হিন্দুদের শিক্ষার হার ওই দশকে বেড়েছে মাত্র ২.০৫ শতাংশ। ২০০১ সালে রাজ্যে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার শতকরা হার ছিল ৭৭.০৮। দশ বছর পরে ২০১১ সালে তা গিয়ে দাঁড়িয়েছিল ৭৯.১৩ শতাংশে।
২০১১ সালের সর্বশেষ আদমশুমারি অনুসারে এই রাজ্যে শিক্ষিত লোকের সংখ্যা ৬.১৫ কোটি। যার মধ্যে হিন্দু প্রায় সাড়ে চার কোটি। শতকরা হিসাবে রাজ্যে হিন্দু সম্প্রদায়ের প্রতি ১০০ জনের মধ্যে ৬৭ জন শিক্ষিত। আর, মুসলিম সম্প্রদায়ের শিক্ষার হার অবশিষ্ট ২৩ শতাংশ। ছয় বছরের অনূর্ধ্ব ১.০৫ জনকে বাদ দিয়ে এই হিসাব করা হয়েছে। সূত্র: কলকাতা২৪
৩১ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�