সোমবার, ২৯ জুন, ২০২০, ০২:১৯:০৭

লক্ষ্য লাদাখ? আপৎকালীন প্রস্তুতিতে ভারত, যুদ্ধা'স্ত্র নিয়ে পাশে 'বন্ধু'রা!

লক্ষ্য লাদাখ? আপৎকালীন প্রস্তুতিতে ভারত, যুদ্ধা'স্ত্র নিয়ে পাশে 'বন্ধু'রা!

আন্তর্জাতিক ডেস্ক :১৫ জুনের রাতে পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় র'ক্তপাতের পর সব রকম খারাপ প'রিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাবাহিনী। ইতোমধ্যেই পৌঁছে গিয়েছে প্রায় ৫০ হাজার অতিরিক্ত সেনা।, টি-৯০ ভীষ্ম ট্যাংক, বসানো হয়েছে জমি থেকে আকাশমুখী ক্ষেপণা'স্ত্র, এয়ার সার্ভেল্যান্স সিস্টেম। সামরিক শক্তি আরও মজবুত করতে এবার জোর প্রস্তুতি চালাচ্ছে নয়াদিল্লি। এবার ক'ঠিন সময়ে 'বন্ধুদের'ও পাশে পেতে চলেছে ভারত। আমেরিকা, ফ্রান্স, ইজরায়েল থেকে রাশিয়া- কমপক্ষে ১০০ কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম পেতে চলেছে ভারত।

আগামী মাসে ভারতীয় বায়ুসেনার হাতে আসছে বিশ্বের প্রথম সারির যু'দ্ধবিমান হিসেবে পরিচিত রাফাল। বিমানঘাঁ'টি কিংবা সমুদ্রের বুকে ভাসতে থাকা বিমানবাহী জাহাজের রানওয়ে থেকে উড়ে গিয়ে শত্রঘাঁ'টিতে হা'মলা চালাতে সক্ষম এই রাফাল। ২৭ জুলাইয়ের মধ্যে পরবর্তী রাফাল বিমানগুলি ভারতে পাঠানোর কথা ফ্রান্সের। যদিও ঠিক কত সংখ্যক রাফাল যু'দ্ধবিমান ভারত হাতে পাবে, তা স্পষ্ট জানা যায়নি। প্রসঙ্গত, ২০১৬ সালে হওয়া ₹৫৯ হাজার কোটির চুক্তি অনুযায়ী প্রথম লপ্তে যে ৩৬টি রাফাল বিমান ভারতের পাওয়ার কথা, তার সব ক'টি এ দেশে পৌঁছবে ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে।

এছাড়াও আপৎকালীন ভিত্তিতে রাশিয়া এবং ইজরায়েলের কাছ থেকে বিপুল অ'স্ত্রশ'স্ত্র কিনেছে ভারত। দ'ফায় দ'ফায় সেই সব অ'স্ত্র ভারতে আনা হচ্ছে। এরমধ্যে রয়েছে, বিপুল সংখ্যক অ্যান্টি-ট্যাং'ক মি'সাইল, র'কেট লঞ্চার, বো'মা, গ্রেনেড লঞ্চার এবং চালকবিহীন উড়ন্তযান। রাশিয়ার কাছ থেকে কয়েক হাজার অ্যান্টি-ট্যাংক মিসা'ইল, অনেকগু'লি টি-৯০ ব্যাটল ট্যাংকের ইঞ্জিন, ট্যাংকের অন্যান্য অংশ, বিপুল সংখ্যক মাল্টিব্যারেল রকেট লঞ্চার কিনেছে ভারত।

ইজরায়েলের থেকে কেনা হয়েছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক আনম্যানড এরিয়াল ভিহাইকল বা চালকবিহীন উড়ন্ত যান এবং ভারতীয় নৌসেনার জন্য বিপুল সংখ্যক ক্ষেপণা'স্ত্র।

ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে ক্রমাগত গোপন তথ্য আদানপ্রদান করছে আমেরিকা। বিভিন্ন বিষয়েই মার্কিন গোয়েন্দা সংস্থার থেকে গোপন তথ্যের পাশাপাশি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ইনপুট পাচ্ছেন ভারতীয় সেনা গোয়েন্দারা।

ওয়াকিবহাল মহলের একাংশের মতে, লাদাখ প'রিস্থিতির জেরে সামরিক তৎপরতা যেভাবে দ্রুত বাড়ছে, তা খুব স্বাভাবিক চিত্র মোটেই নয়। তাই সব রকম প'রিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চাইছে নয়াদিল্লি। সেই কারণেই জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ অ'স্ত্র কেনা হয়েছে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে