সোমবার, ২৯ জুন, ২০২০, ০৭:০৭:৩৮

লাদাখে উত্তে'জনার মধ্যেই জাপান-ভারতের যৌথ যু'দ্ধ ম'হড়া

লাদাখে উত্তে'জনার মধ্যেই জাপান-ভারতের যৌথ যু'দ্ধ ম'হড়া

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখে উত্তে'জনার মধ্যেই ভারতীয় মহাসাগরে জাপানের সঙ্গে যৌথ ম'হড়ায় অংশ নিল ভারতীয় নৌবাহিনীর যু'দ্ধজাহাজ৷ চীনের সঙ্গে সীমান্ত বিবা'দের মধ্যেই এই সাম'রিক ম'হড়া বিশেষ তাৎপ'র্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষ'জ্ঞরা৷ কারণ জাপানের সঙ্গে চীনের সম্পর্কও ভাল নয়৷

শনিবার ভারতীয় মহাসাগরে জাপানের সঙ্গে যৌথ ম'হড়ায় অংশ নেয় ভারতীয় নৌবাহিনীর যু'দ্ধজাহাজ৷ জাপানের নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যেই এই যৌথ ম'হড়ার ব্যবস্থা করা হয়েছিল৷ ভারতীয় নৌবাহিনীর দু'টি যু'দ্ধজাহাজ আইএনএস রানা এবং আইএনএস কুলিশ এই ম'হড়ায় অংশ নিয়েছিল৷

অন্যদিকে জাপানের নৌবাহিনীর জেএস কাশিমা এবং জেএস শুমিয়ুকি নামে দু'টি যু'দ্ধজাহাজ এসেছিল৷ এই যৌথ ম'হড়ার আগে আমেরিকান কয়েকটি যু'দ্ধজাহাজের সঙ্গে দক্ষিণ চীন সাগরে ড্রিলে অংশ নেয় জাপানের ওই দু'টি যু'দ্ধজাহাজ৷ ভারতে জাপানের রাষ্ট্রদূত সাতোসি সুজুকি ট্যুইটারে জানান, ভারতের সঙ্গে সৌজন্যমূলক ম'হড়াতে অংশ নিয়েছে জাপানের নৌবাহিনী৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে