সোমবার, ২৯ জুন, ২০২০, ০৭:৩৫:২৯

করাচির স্ট'ক এ'ক্সচে'ঞ্জের পর আফগানিস্তানে ভ'য়'ঙ্ক'র বি'স্ফো'রণ, ২৩ জনের মৃ'ত্যু

করাচির স্ট'ক এ'ক্সচে'ঞ্জের পর আফগানিস্তানে ভ'য়'ঙ্ক'র বি'স্ফো'রণ, ২৩ জনের মৃ'ত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের একটি পশুবাজারে ভ'য়াব'হ বি'স্ফো'রণের জে'রে প্রা'ণ হা'রা'ল কমপক্ষে ২৩ জন। মৃ'তদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে বলে জানা গিয়েছে। সোমবার ঘ'ট'নাটি ঘ'টে'ছে দক্ষিণ আফগানিস্তানে অবস্থি'ত হে'লমা'ন্ড প্রদেশের দক্ষিণ প্রা'ন্তে থাকা সা'ঙ্গি'ন জেলার একটি পশুবাজারে। এই ঘ'ট'নার ফলে বেশ কয়েকজন জ'খ'মও হয়েছে। তাদের হাসপাতালে ভ'র্তি করা হয়েছে।

স্থানীয় সূ'ত্রে জানা গিয়েছে, দক্ষিণ হে'লমা'ন্ড প্রদেশের ওই পশুবাজারটি খুবই বিখ্যাত। উট থেকে শুরু করে ছাগল, সবই পাওয়া যায়। ফলে ভিড়ও হয়। সোমবার দুপুরেও ওই ব্য'স্ত পশুবাজারে প্রচুর মানুষ জ'ড়ো হয়েছিলেন। আ'চ'ম'কা সেসময় একটি গাড়িতে বি'স্ফো'রণ হয়। নি'মিষে আ'গুন ধ'রে যায় চা'রিদি'কে। এর মাঝেই চা'রিদি'ক থেকে ম'র্টা'র শে'ল পড়তে আর'ম্ভ করে বাজারের মধ্যে। আ'ত'ঙ্কে এদিক-ওদিক দৌ'ড়তে শুরু করেন সেখানে হাজির থাকা মানুষ। এর ফলে অনেকে প'দপি'ষ্ট হয়ে মা'রা যান ও জ'খ'ম হন।

ঘ'ট'না'টির কিছুক্ষণ পরেই তালি'বান ও আফগানিস্তানের সেনাবাহি'নীর পক্ষ থেকে একে অপরের ঘা'ড়ে দো'ষ চা'পা'তে শুরু করে। তা'লিবানরা অ'ভিযো'গ করে, আফগান সে'নার পক্ষ থেকেই নিরী'হ মানুষের উপর ম'র্টা'র ছোঁ'ড়া হয়েছে। অন্যদিকে আফগান সে'নার তরফে দা'বি করা হয় যে দুই আ'ত্মঘা'তী তালি'বান জ'ঙ্গি গাড়ি ভরতি বি'স্ফো'রক নিয়ে এসে ডি'টো'নে'টরের সাহায্যে বি'স্ফো'রণ ঘ'টি'য়েছে। এর ফলেই এই ম'র্মা'ন্তিক ঘ'টনা ঘ'টেছে।

এদিকে, পাকিস্তানের করাচির স্ট'ক এ'ক্সচে'ঞ্জে ভ'য়াব'হ হা'মলা হয়েছে। এখনও পর্যন্ত ৯ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গিয়েছে। গণমাধ্যমের দেওয়া ত'থ্য অ'নুযা'য়ী সোমবার সকাল ৯ টা নাগাদ স'শ'স্ত্র কিছু লোকজন স্ট'ক এ'ক্সচে'ঞ্জের ভি'তরে ঢো'কে। বিল্ডিংয়ের গে'টে গ্রে'নে'ড হাম'লা চালায় প্রথমে। তাতেই দু'জনের মৃ'ত্যু হয় ও অনেকে আ'হ'ত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে