মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ১২:৩১:১৮

সন্ত্রা'সবাদের নিরা'পদ স্বর্গ পাকিস্তান: বৈশ্বিক সন্ত্রা'সবাদ বিষয়ক বার্ষিক প্রতিবেদন

সন্ত্রা'সবাদের নিরা'পদ স্বর্গ পাকিস্তান: বৈশ্বিক সন্ত্রা'সবাদ বিষয়ক বার্ষিক প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে সন্ত্রা'সবা'দের নিরা'পদ স্বর্গ বলে আখ্যায়িত করে বৈশ্বিক সন্ত্রা'সবাদ বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু জ'ঙ্গি সংগঠনের জন্য নিরা'পদ স্বর্গ হিসেবে কাজ করে যাচ্ছে পাকিস্তান রাষ্ট্র। তালেবান ও এর মিত্র হা'ক্কানি নেটোয়ার্ককে আশ্রয় দিচ্ছে দেশটি। 

একইসঙ্গে লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মুহাম্মদের মতো যেসব জ'ঙ্গি সংগঠন ভারতের অভ্য'ন্তরে হা'মলা চালিয়ে আসছে তাদেরকেও নিরা'পদ আশ্রয় দিচ্ছে ইসলামাবাদ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে পাকিস্তানের এমন আচ'রণ নিয়ে উ'দ্বে'গ প্রকা'শ করা হয়। তবে এই প্রতিবেদনে আতে ঘা লে'গেছে পাকিস্তানের। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন নিয়ে হ'তা'শা প্রকা'শ করে বিবৃতি দিয়েছে। 

এ সপ্তাহের প্রথম দিকেই যুক্তরাষ্ট্র ২০১৯ সালে বিশ্বজুড়ে সন্ত্রা'সবাদের বিষয়ে বিস্তা'রিত প্রতিবেদন প্রকাশ করে। এতে সন্ত্রা'সবাদে ম'দদ দিয়ে যাওয়ার অ'ভিযো'গে পাকিস্তানের সমালো'চনা করা হয়। এ নিয়ে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়, মার্কিন এ প্রতিবেদন নিয়ে আমরা হ'তা'শ। পাকিস্তান এসব জ'ঙ্গিগো'ষ্ঠীগুলোর বি'রু'দ্ধে দী'র্ঘদিন ধ'রে যু'দ্ধ করে যাচ্ছে এবং তাদের অর্থায়নও ব'ন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এর সঙ্গে মার্কিন প্রতিবেদন সাং'ঘ'র্ষিক। যুক্তরাষ্ট্র দী'র্ঘদি'ন ধরেই ইসলামপ'ন্থী জ'ঙ্গি সং'গ'ঠনগুলোকে অর্থায়ন ও আশ্রয় দেয়ার অ'ভিযো'গ এনে যাচ্ছে পাকিস্তানের ওপর। দেশটির দাবি, পাকিস্তান কৌ'শলে তালেবান ও এর সহযোগি জ'ঙ্গি সংগঠনগুলোকে সাহায্য করছে। এর আগে এই অঞ্চলে আল-কায়দা দ'ম'নে পাকিস্তান বড় ধ'রণের ভূমিকা পালন করেছে। 

তবে এরপরেও পাকিস্তানের সঙ্গে এক ধ'রণের অবিশ্বাস সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের অভ্যন্তর থেকে জ'ঙ্গি নেতা মোল্লা আখতার মনসুরকে হ'ত্যার পর এ অবি'শ্বাস আরো বেড়ে যায়। এর বহিঃপ্রকাশ ঘ'টে ২০১৮ সালে। মৌ'লবা'দের উ'ত্থা'নের কারণে ধ্বং'স হয়ে গেছে পাকিস্তানের অর্থনীতি। প্রায় এক যুগ ধ'রেই ধু'কছে দেশটির অর্থনৈতিক খাতগুলো। 

এরমধ্যে ওই বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে দেয়া বাৎসরিক ১.১ বিলিয়ন ডলার সাহায্যও ব'ন্ধ করে দেন। তিনি  অ'ভিযো'গ করেন, পাকিস্তানকে বিপুল পরিমান অর্থ দিয়ে সাহায্য করা সত্বেও দেশটি তালেবানকে সাহায্য অ'ব্যাহ'ত রেখেছে। তবে পাকিস্তান বারবার এ দাবি মিথ্যা বলে প্রমাণের চেষ্টা করে যাচ্ছে। সূত্র : আল-জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে