আন্তর্জাতিক ডেস্ক : আগে বলা হয়েছিল সাত দিনের মধ্যে করোনা আক্রা'ন্তকে পুরোপুরি সুস্থ করে দেওয়ার আয়ুর্বেদিক ওষুধ আবিষ্কার করেছে পতঞ্জলি। লঞ্চিংয়ের সময়েও করোনার ওষুধ 'করোনিল' সম্পর্কে এই কথাই বলা হয়েছিল। এর পরে অনেক বি'ত'র্ক। সংস্থা অবশ্য সেই ওষুধের জন্য লা'ইসে'ন্সের আবেদনে একটি বারও বলেনি এটা কোভিড-১৯ নিরা'ময়ের ওষুধ।
বলা হয়েছিল, এই ওষুধ জ্বর-সর্দি সা'রবে। সেই সঙ্গে শরীরের প্র'তিরো'ধ ক্ষ'মতা বাড়াবে। এখন রামদেবের পতঞ্জলি যোগপীঠের ভোলবদল। পতঞ্জলির কর্ণধার আচার্য বালকৃষ্ণের দাবি, তারা আদৌ করোনা চিকত্সার কোনও ওষুধ তৈরি করেননি। এই ওষুধ রোগ প্র'তিরো'ধ ক্ষমতা বৃদ্ধির ওষুধ। এর ব্যবহার করোনা ভাইরাস সং'ক্র'মণ থেকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করতে পারে।
মঙ্গলবার আচার্য বালকৃষ্ণ বলেছেন, ''ক্লিনি'ক্যাল ট্রা'য়ালের পরে যে ফলাফল এসেছে, সেটাই আমরা দেশকে জানিয়েছি। আমরা এটা বলিনি যে, এই করোনিল করোনার চিকিত্সা করবে। আমরা বলেছিলাম, এর ক্লিনি'ক্যাল পরীক্ষার সময়ে দেখা গিয়েছে, করোনিল করোনা সং'ক্র'মণ থেকে সুস্থ হয়ে ওঠার সহায়ক।' এর মধ্যে সং'শয়ের কিছু নেই বলেও দাবি বালকৃষ্ণের।
পতঞ্জলির সিইও আরও বলেছেন, ''কেউ কেউ বলছেন পতঞ্জলির ক্লিনি'ক্যাল ট্রা'য়াল ভু'য়ো। আবার অনেক বলছেন, এই ওষুধটাই ভু'য়ো। কিন্তু আমরা কখনও বলিনি যে, আমরা করোনার ওষুধ তৈরি করেছি। আমরা যেটা বলেছি তা হল, আমাদের তৈরি ওষুধের ক্লি'নিক্যা'ল ট্রা'য়ালে অনেক করোনা রোগী সুস্থ হয়েছিলেন।''
যদিও গত ২৩ জুন পতঞ্জলির পক্ষে যোগগুরু বাবা রামদেব ও আচার্য বালকৃষ্ণ সাংবাদিক বৈঠক করে দাবি করেন, সম্পূর্ণ বৈজ্ঞানিক নথি অনুযায়ী স্বসরি বটি ও করোনিল করোনার তথ্যভিত্তিক প্রথম আয়ুর্বেদিক ওষুধ। এই গবেষণা যৌথভাবে হরিদ্বারের পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউট ও জয়পুরের ন্যাশনাল ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এনআইএমএস) করেছে। সূত্র : ইন্ডিয়া টাইমস