মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ১০:৩৭:৪৩

এক নারীর সামান্য ভুলে একই পরিবারের ২১ জনের করোনা!

এক নারীর সামান্য ভুলে একই পরিবারের ২১ জনের করোনা!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রিয়াদে একই পরিবারের ২১ সদস্যের করোনা শনা'ক্ত হয়েছে। ওই পরিবারের এক নারী সদস্যের অস'ত'র্ক চলাফেরার কারণে এ ঘ'টনা ঘ'টেছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওই পরিবারের একজন নারী সামাজিক দূরত্ব না মানায় পরিবারের অন্য সদস্যরা আ'ক্রা'ন্ত হয়েছেন। খবর সৌদি প্রেস এজেন্সির।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েকদিনে যারা করোনা পরীক্ষা করেছেন তাদের মধ্যে একটি পরিবারে ২১ জনের করোনা শনা'ক্ত হয়েছে। পরিবারের এক নারীর সামান্য ভু'লের কারণে অন্যান্য সদস্যদের মধ্যে ভাই'রাসটি দ্রুত ছড়িয়ে পড়ে। এখন তাদের বড় মা'সুল দিতে হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এর আগে অন্য একটি শহরের একই পরিবারে ১৬ জনের করোনা শনা'ক্ত হয়েছিল। এমনকি ভাইরাসটির কারণে তাদের বৃদ্ধ বাবা মা'রা যান। মন্ত্রণালয় বলছে, সামাজিক দূরত্বসহ অন্যান্য সত'র্কতা না মেনে আমরা শুধু নিজেদের ক্ষ'তি করছি না, বরং পরিবারের অন্য সদস্যদেরও ক্ষ'তি করছি। বিশেষ করে পরিবারের বয়স্কদের হু'মকির মুখে ফেলছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে