বুধবার, ০১ জুলাই, ২০২০, ১২:৪০:২০

পাকিস্তানে প্রথম নারী লেফট্যানেন্ট জেনারেল হওয়া কে এই নিগার জোহর?

পাকিস্তানে প্রথম নারী লেফট্যানেন্ট জেনারেল হওয়া কে এই নিগার জোহর?

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে প্রথম কোনো নারীকে লেফ'ট্যানেন্ট জে'নারেল হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এর আগে কোনো নারী কর্মকর্তাকে এ পদে পদা'য়ন করা হয়নি। পাকিস্তানের সাম'রিক বাহি'নীর এক বিবৃতি এ কথা জানানো হয়েছে।

মঙ্গলবার তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, লেফ'ট্যানে'ন্ট জে'নারেল নিগার জোহর পদোন্নতি পেয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সা'র্জন জে'নারেল হয়েছেন। এই প্রথম কোনো নারী পাকিস্তানি সাম'রিক বাহি'নীর মেডিকেল কোরের প্রধান হলেন।

তিনি প্রতিবেশী আফগানিস্তানের প্রবেশদ্বার উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াবির বাসিন্দা। বর্তমানে তিনি সাম'রিক হাসপাতাল রাওয়ালপিন্ডিতে কমা'ন্ড্যান্টের দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালে জোহর পাকিস্তানের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে মেজর জে'নারেল পদে পদোন্নতি পেয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে