বুধবার, ০১ জুলাই, ২০২০, ০৯:৪৬:২১

মেডিক্যাল ক্লি'নিকে ভ'য়াবহ বি'স্ফো'রণ, নিহ'ত কম'পক্ষে ১৯ জন

মেডিক্যাল ক্লি'নিকে ভ'য়াবহ বি'স্ফো'রণ, নিহ'ত কম'পক্ষে ১৯ জন

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানের উত্তরে এক মেডিক্যাল ক্লি'নিকে ভ'য়া'বহ বি'স্ফো'রণে কমপক্ষে ১৯ জন নিহ'ত হয়েছেন। আহ'তের সংখ্যা ছ'জন। সরকারি আধিকারিকদের উ'দ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ফা'র্স ১৩ জনের মৃ'ত্যুর খবর নিশ্চিত করে। পরে, বিবিসি সূত্রে ১৯ জনের মৃ'ত্যুর কথা বলা হয়েছে। সংবাদ সংস্থা আইআরআইবি সূত্রেও ১৯ জনের মৃ'ত্যুর খবর নিশ্চিত করা হয়।

তেহরানের ডেপুটি গভর্নর হামিদ রেজা গৌদারজি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, তেহরান বি'স্ফো'রণের (The bl'ast) সঙ্গে না'শকতার যোগ নেই। এটি একটি দু'র্ঘ'টনা। গ্যাস লি'ক (gas leak) করেই সিনা আথার নামের ওই ক্লিনিকে বি'স্ফো'রণ ঘটেছে বলে তিনি দাবি করেন। উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি জানিয়েছেন, বি'স্ফো'রণে (ex'plosion) নিহ'ত ১৯ জনের মধ্যে ১০ জনই মহিলা। বাকিরা পুরুষ। বি'স্ফো'রণের পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ভি'ডিয়ো ক্লিপিং পোস্ট হয়। একটি ভি'ডিয়োয় উত্তর তেহরানের ওই মেডিক্যাল ক্লিনিকে একাধিক বি'স্ফো'রণের শ'ব্দ শোনা গিয়েছে। আর একটি ভি'ডিয়োয় দেখা যাচ্ছে, বি'স্ফো'রণের পর বড় ল্যা'ডার দিয়ে ওই মেডিক্যাল বি'ল্ডিংয়ের ছাদে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অ'গ্নি'প্রতি'রোধ দফতরের কর্মী-আধিকারিকেরা।

রাষ্ট্রীয় টিভিতে তেহরানের দমকল বাহিনীর মুখপাত্র জালাল মালেকি জানিয়েছেন, বি'স্ফো'রণের জেরে মেডিক্যাল বি'ল্ডিংয়ে আ'গুন লেগে গিয়েছিল। দমকলকর্মীরা তা নি'ভিয়ে ফে'লেছেন। বি'স্ফো'রণের সময় ওই ভবনের ভিতরে ২৫ কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনাকে মালেকি জানান, হ'তাহ'তদের মধ্যে অনেকেই ক্লিনিকে উপরের তলায় অপা'রেশন রুমে ছিলেন। দু'র্ভা'গ্যবশত তাপ এবং ঘন ধোঁয়া.শ্বাসক'ষ্টে তাঁদের মৃ'ত্যু হয়েছে।

গত সপ্তাহে তেহরানে একটি সামরিক অঞ্চলের কাছে বি'স্ফো'রণ ঘটেছিল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রক জানায়, একটি গ্যাস স্টোরেজের ট্যাংক লিক করেই ওই বি'স্ফো'রণ ঘটেছিল। কোনও হ'তাহ'তের ঘটনা ঘটেনি।

যদিও ইরানের রাজধানী তেহরানের পূর্বে আলবোরজ পর্বতমালার কাছে বি'কট ওই বি'স্ফো'রণের ঘটনা ঘিরে রহস্য ঘ'নীভূত হচ্ছে। স্যাটেলাইট ছবি থেকে ধারণা, ওই এলাকায় মাটির নীচে ইরানি ক্ষে'পণা'স্ত্র সরবরাহ কেন্দ্রে বি'স্ফোর'ণটি ঘটেছে। ছবিতে দেখা যায়, তেহরানের আকশে বি'স্ফো'রণের এক বিশাল আ'গু'নের গোলা। যদিও ইরান এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি।

আরব নিউজ সূত্রে খবর, বি'স্ফো'রণের কারণে তেহরানের ঘরবাড়ি কেঁ'পে উঠেছে, ভে'ঙেছে জানালার কাচ। স্থানীয় বেসরকারি টিভি চ্যানেলগুলো ঘটনাস্থলের খুব বেশি ফু'টেজ দেখায়নি। তারা শুধু রাস্তায় বেশ কয়েকটি বি'স্ফো'রিত সি'লিন্ডার দেখিয়েছে। কেন এই বি'স্ফো'রণ সে বিষয়েও তেমন কিছু উল্লেখ করেনি।

এই ঘটনার পর ইরানি প্রতিরক্ষা মন্ত্রকরে মুখপাত্র ডেভুড আবদি বলেন, গ্যাস লি'কের কারণে এই বি'স্ফো'রণ হয়েছে। তবে বলতে পারছি না ঠিক কী কারণে গ্যাস লি'ক হয়েছে। এই ঘটনায় কোনও হ'তাহ'তের ঘটনা ঘটেনি।

আরব নিউজ বলছে, ডেভুড আবদি ওই এলাকাকে লোকাল হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু বি'স্ফো'রণের পর সেখানে সেনাকর্তাদের আ'গুন নে'ভাতে দেখা গিয়েছে। যদি লোকাল এলাকায় এ রকম ঘটনা ঘটে, তা হলে সাধারণত ফায়ার সার্ভিসের কর্মীরা দায়িত্ব পালন করেন। সেখানে সামরিক বাহিনীর কা'র্যক্রম ঘটনাকে প্রশ্নবি'দ্ধ করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাজিজের এক প্রতিবেদন বলছে, ইরানের যে এলাকাটিতে বি'স্ফোরণ হয়েছে সেখানে বেশ কয়েকটি সুর'ঙ্গ আছে। এই সুর'ঙ্গগুলো মাটির বেশ গভীরে। ধারণা করা হচ্ছে, ইরানের সামরিক গবেষণা ও ক্ষেপণা'স্ত্র উৎপাদনের কাজ হয়ে থাকে সেখানে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে