বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২০, ০১:৪৬:১৬

চীনা অ্যাপ বন্ধ করায় মোদির কাছে ক্ষতিপূরণ ভারতের টিকটক তারকারা

চীনা অ্যাপ বন্ধ করায় মোদির কাছে ক্ষতিপূরণ ভারতের টিকটক তারকারা

আন্তর্জাতিক ডেস্ক : চীন-ভারত সীমান্ত উ'ত্তেজনার প্রভাব পড়েছে জনপ্রিয় ভি'ডিও স্ট্রিমিং অ্যাপ টিকটকেও। ভারতে নি'ষিদ্ধ করা হয়েছে অ্যাপটি। ফলে বিপা'কে পড়েছেন টিকটক তারকারা। বন্ধ হয়ে গেছে আয় রোজগার। 

মূলত লাখ লাখ রুপি আয়ের উৎস ছিলো এই টিকটক। সীমান্ত নিয়ে বৈরী রাজনীতির জেরে সোমবার (২৯ জুন) ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। জনপ্রিয় এ অ্যাপে ভি'ডিও পোস্ট করে তারকা বনে যাওয়া ভারতীয়রা পড়েছেন বি'পাকে।

ভারতীয় টিকটক তারকাদের অন্যতম মঞ্জুল খট্টর। প্রায় ১৪ কোটি ফলোয়ার রয়েছে তার। শুধু ভি'ডিও পোস্ট করেই আয় আসতো প্রায় ৫ লাখ রুপি। গিমা আশির ইনস্টাগ্রামেও প্রচুর ফলোয়ার রয়েছেন। দিল্লির মেধাবী ছাত্রী গিমা টিকটকে ভি'ডিও পোস্ট করে মাসে ৬ লাখ রুপি আয় করেন।

এছাড়া অবেজ দরবারের কমেডি ভি'ডিও টিকটকে খুবই জনপ্রিয়। টিকটকে ফলোয়ারের সংখ্যা ২ কোটি। তার মাসিক আয় ছিলো ১৪ লাখ রুপি টাকা।

ভারতে এমন আরো অনেক টিকটক তারকাই আছেন যারা এই অ্যাপটি ব্যবহার করে মাসে লাখ লাখ টাকা আয় করতেন। তবে টিকটক নি'ষিদ্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে তাদের। জানিয়েছেন ক্ষো'ভ। আয় বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিপূরণও চাইছেন মোদি সরকারের কাছে। তাদের দাবি, টিকটক বন্ধ করায় বাড়বে বেকারত্ব। আয় রোজগার বন্ধ হয়ে পথে বসে যেতে হবে তাদের।

অনেক টিকটক তারকাই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিকল্প হিসেবে নিজেদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছেন ভক্ত ও ফলোয়ারদের কাছে।

জানা গেছে, মোট ৩৯টি ভাষায় টিকটক অ্যাপ রয়েছে। তার মধ্যে ভারতে রয়েছে ১৪টি ভাষায়। ২০১৯ সালে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টিকটক ডাউনলোড হয়েছে ভারতে ৩২ কোটি ৩০ লাখ। যা বিশ্বের মোট টিকটক গ্রাহকদের ৪৪ শতাংশ।

একটি সমীক্ষা বলছে, টিকটকে গড়ে এক জন গ্রাহক সময় কাটান ৪৫ মিনিট। সেখানে ভারতীয় গ্রাহকরা প্রতি দিন ৩৮ মিনিট ব্যবহার করেন এই অ্যাপ। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে