আতঙ্কে বেলজিয়াম, রাতের আতশবাজি দেখা থেকে বঞ্চিত লাখো মানুষ
আন্তর্জতিক ডেস্ক : আতশবাজি করে মহা ধুমধাম বর্ষবরণ বেলজিয়ামের বহু বছরের ঐতিহ্য। ২০১৪ সালে ব্রাসেলসে বর্ষবরণের উৎসব দেখতে জড়ো হয়েছিল প্রায় এক লাখ মানুষ। কিন্তু এবার তাতে ছেদ ঘটতে যাচ্ছে। সন্ত্রাসী হামলার আশঙ্কায় নতুন বছরের আতশবাজির অনুষ্ঠান হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী চার্লর্স মাইকেল। তিনি বলেন, হামলা হতে পারে এ রকম তথ্য পাওয়ার পরই নববর্ষের উৎসব বাতিল করা হয়েছে।
রাজধানী ব্রাসেলসে বর্ষবরণের অনুষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনার সাথে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে এ সপ্তাহের শুরুতে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাসেলসের মেয়র ইভান মাইওর বলছেন, নববর্ষের আতশবাজি উৎসবে যে বিপুল সংখ্যক মানুষ আসবেন, তাদের প্রত্যেককে তল্লাশি করা সম্ভব নয়। এছাড়া এত মানুষের জীবনের ঝুঁকি নেয়া সম্ভব নয়। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সবার সঙ্গে আলোচনা করেই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
গত ১৩ নভেম্বর প্যারিস হামলার পরপরই বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছিল যা এখনো বহাল রয়েছে।
৩১ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�