বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২০, ০৫:৫৪:০০

সেনা সরাতে এক চুলও রাজি নয় চীন!

সেনা সরাতে এক চুলও রাজি নয় চীন!

আন্তর্জাতিক ডেস্ক: দফায় দফায় আলোচনা। হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। কূটনৈতিক আলোচনার রাস্তাও খোলা। তবে ফলাফল শূন্য। গালওয়ান উপত্যকা, প্যাংগং লেকে নিয়'ন্ত্রণরেখা থেকে সেনা সরাতে এক চুলও রাজি নয় চীন।

শান্তিপূর্ণ পরিবেশে উ'ত্তেজ'না ক'মাতে ভারত-চীন দু’পক্ষই একমত‌ এমন একাধিক বক্তব্য উ'ঠে এলেও মিলছে না সঠিক সমাধান।

ভারতীয় সেনা সূ'ত্রের উল্লেখ করে একটি বিবৃতিতে বলা হয়েছে, দু’পক্ষই সেনা স'রানোর প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছে। যদিও বেইজিংয়ের তরফে সেনা স'রানোর আশ্বা'স মি'লেছে এমন কোনও কথা বলা হয়নি ওই বিবৃ'তিতে।

১৫ জুন গালওয়ান উপত্যকায় সংঘ'র্ষের আগে থেকেই চলছিল ভারত-চীন সামরিক পর্যায়ের বৈঠক। সংঘ'র্ষের আগে এক বার এবং পরে দু’বার বৈঠক হয়েছে। শেষ কোর ক'মান্ডা'র পর্যায়ের বৈঠক হয়েছে ৩০ জুন। ম্যারাথন ওই বৈঠকের পরেও লাদাখে প্রকৃত নিয়'ন্ত্রণরেখায় উ'ত্তেজ'না কমবে, এমন আশ্বা'স নেই ভারতীয় সেনার তর'ফে। চীন যে সেনা সমাবেশ কমাবে, এমন কোনও প্রতিশ্রু'তি মে'লেনি বলেই ভারতীয় সেনা সূ'ত্রে খবর।

বরং আলোচনার সঙ্গে সমা'ন্তরাল ভাবে দু’দেশই সেনা সমাবেশ বাড়িয়ে চলেছে। প্যাংগংয়ে প্রকৃ'ত নিয়ন্ত্র'ণরেখায় দু’পক্ষের সেনার হা'তাহা'তির পর থেকে পূর্ব লাদাখ সীমা'ন্তে চীন প্রায় ২০ হাজার সেনা মোতায়েন করেছে বলে খবর। ভারতও স্থল, আকাশের পাশাপাশি প্যাংগং লেকে পাঠাচ্ছে নৌসেনার ভেসেল।

এই পরিস্থি'তিতে ভারতীয় সেনা সূ'ত্রে ওই বিবৃ'তিতে বলা হয়েছে, ভারত ও চিনের মধ্যে প্রকৃ'ত নিয়ন্ত্র'ণরেখার পরিস্থি'তি নিয়ে সামরিক ও কূটনৈতিক দুই চ্যানেলেই আলোচনা চলছে। ৩০ জুন কোর ক'মান্ডা'র পর্যায়ের তৃতীয় বৈঠক হয়েছে। উভয় পক্ষই দ্রু'ত ও ধা'পে ধা'পে সেনা স'রানোর বিষয়ে প্রাধা'ন্য দিয়েছে। গত ১৭ জুন দু’দেশের বিদেশমন্ত্রীর মধ্যে কথো'পক'থন অ'নুযায়ী দায়িত্বশীল ভাবে পরিস্থি'তি সা'মলা'নো হবে।

তৃতীয় কোর ক'মান্ডা'র পর্যায়ের বৈঠকের বিষয়ে বলা হয়েছে, দীর্ঘক্ষণ ধ'রে পেশাদার পদ্ধ'তিতে বৈঠক হয়েছে। দু’পক্ষই প্রকৃ'ত নিয়ন্ত্র'ণরেখায় উ'ত্তেজ'না ক'মাতে সহমত হয়েছে। কিন্তু সেনা স'রানোর প্রক্রি'য়া জ'টি'ল। তাই এই পরিস্থি'তিতে জ'ল্পনা বা ভিত্তি'হীন রিপো'র্ট এ'ড়িয়ে চলাই ভাল। পারস্পারিক সম'ঝোতায় পৌঁছাতে দু’পক্ষের মধ্যে আরও সামরিক ও কূটনৈতিক স্তরের বৈঠক হবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে