শনিবার, ০৪ জুলাই, ২০২০, ০৪:৩৮:৩০

লাদাখের পর এবার রাশিয়ার শহর নিজের বলে দাবি করলো চীন

লাদাখের পর এবার রাশিয়ার শহর নিজের বলে দাবি করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক : অতি আগ্রা'সী হতে গিয়ে ক্রমে নিজের বি'প'দ ডেকে আনছে চীন। শুনতে হাস্যকর লাগলেও, এবার রাশিয়ার ভ্লাদিভোস্টক শহর নিজেদের বলে দাবি করেছে বেজিং। স্বাভাবিকভাবেই বিষয়টি যে মস্কো মোটেও ভাল চোখে দেখছে না, তা বলাই বাহুল্য।

শুক্রবার, অর্থাত্‍ ৩ জুলাই, ভ্লাদিভোস্টক শহরের ১৬০তম বর্ষপূর্তিতে চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট Weibo-তে অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে বেজিংয়ের রুশ দূতাবাস। আর তা নিয়ে আ'প'ত্তি তোলেন চিনা কূটনীতিকদের একাংশ। তাঁদের সমর্থন করেন চিনা সাংবাদিক ও বুদ্ধিজীবীরাও। চিনা কুটনীতিকদের বক্তব্য, ভ্লাদিভোস্টক শহরের আদি নাম ছিল 'হাইশেনওয়াই'।

কুইং সাম্রাজ্যের আমলে এই শহরটি চিনের অংশ ছিল। তারপর, ইউরোপে শিল্প বিপ্লব ঘটায় শুরু হয় উপনিবেশ স্থাপনের ল'ড়া'ই। ফলে বিশ্ব মানচিত্রে ঘ'টে যায় বড়সড় র'দব'দল। চিন দ'খল করতে ল'ড়া'ই শুরু করে ব্রিটেন ও ফ্রান্স। দ্বিতীয় আফিম যু'দ্ধে চিনের পরাজয়ের পর ১৮৬০ সালে ভ্লাদিভোস্টক শহর দ'খল করে রাশিয়া।

এদিকে, রুশ দূতাবাসের ভিডিওটি নিয়ে চিনা সরকার নিয়'ন্ত্রিত সংবাদমাধ্যমের এক কর্মী শেন শিওয়েই বলেন, '১৮৬০ সালে ভ্লাদিভোস্টক শহরে সামরিক বন্দর তৈরি করে রাশিয়া। কিন্তু ওই শহরটি আসলে হাইশেনওয়াই। অসমান বেজিং চুক্তির ফলে চিনের ওই শহরটি হা'তিয়ে নেয় রাশিয়া। তাই Weibo-তে অনুষ্ঠানের ভিডিও কাম্য নয়।'

উল্লেখ্য, এটা সর্বজনবিদিত যে বেজিংয়ের অনুমতি ছাড়া কোনও চিনা কূটনীতিক নিজের নাম পর্যন্ত বলেন না। সে ক্ষেত্রে ভ্লাদিভোস্টক নিয়ে বিত'র্ক উ'সকে কী আদায় করত চাইছে চিন? বিশ্লেষকদের মতে, সম্প্রতি লাদাখ নিয়ে ভারতের সঙ্গে সং'ঘ'র্ষের আবহে নয়াদিল্লীকে অ'স্ত্র জো'গান দিচ্ছে মস্কো। ফলে চি'ন্তা বেড়েছে লালফৌ'জের। তাই 'হাইশেনওয়াই' শহরের কথা তুলে মস্কোর উপর চা'প সৃষ্টি করতে চাইছে শি জিনপিঙ্গ প্রশাসন। 

তবে চিনের এই উদ্দেশ্য পূরণ হওয়ার নয়। কারণ, মস্কোর ম'সনদে রযেছেন ভ্লাদিমির পুতিন। তার সঙ্গে সংঘা'তে যাওয়ার মতো সামর্থ্য বা সা'হস কোনওটাই জিনপিং প্রশাসনের নেই। পাশাপাশি, চিনা উ'সকা'নিতে কান দিয়ে কোন ভাবেই ভারতের মতো বিশাল অ'স্ত্রের বাজার হাত ছাড়া করবে না রাশিয়া। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে