বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০১:৪১:৩৩

উড়ন্ত বিমানে হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি, আহত ২১

উড়ন্ত বিমানে হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি, আহত ২১

আন্তর্জাতিক ডেস্ক : এয়ার কানাডার একটি বিমানে প্রচণ্ড ঝাঁকুনিতে ২১ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। বিমানটি সাংহাই থেকে টরন্টো যাচ্ছিল। পরে বিমানটি গতিপথ পরিবর্তন করে ক্যালগারিতে জরুরি অবতরণ করে। বুধবার এ ঘটনা ঘটে বলে জানান ক্যালগারির জরুরি চিকিৎসা বিভাগের মুখপাত্র স্টুয়ার্ট ব্রাইডক্স। আহতরা গলা ও পিঠে ব্যথা পেয়েছেন। তবে তা গুরুতর নয়। এয়ার কানাডার মুখপাত্র ইসাবেলে আর্থার জানান, বোয়িংয়ের ৭৭৭ মডেলের এয়ার কানাডার এসি ০৮৮ বিমানটিতে ৩৩ যাত্রী এবং ১৯ ক্রু সদস্য ছিলেন। সূত্র: সিএনএন ৩১ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে