শনিবার, ০৪ জুলাই, ২০২০, ১১:৪২:৫৭

জাহাজ বিধ্ব'সী ভ'য়ঙ্ক'র ক্ষেপণা'স্ত্র 'আটমাকা'র সফল পরীক্ষা চালাল তুরস্ক

 জাহাজ বিধ্ব'সী ভ'য়ঙ্ক'র ক্ষেপণা'স্ত্র 'আটমাকা'র সফল পরীক্ষা চালাল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক :  জাহাজ বিধ্ব'সী ভ'য়ঙ্ক'র ক্ষেপণা'স্ত্র 'আটমাকা'র সফল পরীক্ষা চালিয়েছে আ'ঙ্কারা। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ দূরপাল্লার ক্ষেপণা'স্ত্রটি ২২০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘা'ত হা'নতে সক্ষম।

শনিবার জাহাজ বি'ধ্বং'সী এ ক্ষেপণা'স্ত্রের একটি প্রোমোশনাল ভি'ডিও প্রকাশ করেছে ইয়েনি শাফাক। ১ জুলাই এ ক্ষেপণা'স্ত্রটির পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল দেমির টুইটে ভি'ডিওটি প্রকাশ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, এটি ২২০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘা'ত হা'নতে সক্ষম।

আটমাকা ক্ষেপণা'স্ত্রটি তৈরি করেছে তুর্কি প্রতিরক্ষা ঠিকাদারী প্রতিষ্ঠান র'কেটসান। আটমাকা দূরপাল্লার এ ক্ষেপণা'স্ত্রটি ভূমি থেকে ভূমিতে ও ভূমি থেকে যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এটি যে কোনো আবহাওয়ায় ব্যবহারযোগ্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে