শনিবার, ০৪ জুলাই, ২০২০, ১১:৫৩:২৯

ইরানের পা'রমা'ণবিক স্থাপনায় অ'গ্নিকা'ণ্ডের নে'পথ্যে সাইবার হা'মলা!

ইরানের পা'রমা'ণবিক স্থাপনায় অ'গ্নিকা'ণ্ডের নে'পথ্যে সাইবার হা'মলা!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান প্রদেশের ভূগর্ভস্থ নাতাঞ্জ পা'রমা'ণবিক স্থাপনায় অ'গ্নিকা'ণ্ড ঘটে। তবে এতে কেউ হ'তাহ'ত হয়নি এবং স্থাপনার কর্মকাণ্ড অ'ব্যাহ'ত রয়েছে। গত বৃহস্পতিবারের এ ঘ'টনায় পা'রমা'ণবিক স্থাপনায় অ'গ্নিকা'ণ্ডের কারণ নির্ধা'রণ করেছেন ইরানি তদ'ন্তকারীরা। 

তবে দেশটির শীর্ষ নি'রাপ'ত্তা সংস্থার প্রধান শুক্রবার বলেছেন, নিরা'পত্তা জনিত কারণে এখনই তদ'ন্ত প্রতিবেদনের বি'স্তা'রিত জানানো হবে না। একই দিন দেশটির বেসামরিক প্রতির'ক্ষা প্রধান গোলাম রেজা জালালি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, পা'রমা'ণবিক স্থাপনায় সা'ইবার হা'মলা চালানো যে কোনো দেশের বি'রু'দ্ধেই প্রতিশো'ধ নেবে তেহরান।

সে দেশের তিনজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সাই'বার হা'মলার কারণেই ওই অ'গ্নিকা'ণ্ড হয়। তবে ওই কর্মকর্তারা নিজেদের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। ইরানের ন্যা'শনা'ল সিকি'উরিটি কাউন্সিলের প্রধান কেভান খোসরাভি শুক্রবার রাতে রাষ্ট্রীয় আইআরএনএ'কে বলেছেন, বিশে'ষ'জ্ঞরা ঘ'টনার মূল কারণ চি'হ্নিত করেছেন। 

তবে নিরা'পত্তার কারণে নি'র্দি'ষ্ট সময় পরে তা ঘোষণা করা হবে। ''চিতা অব হোমল্যা'ন্ড'' নামে একটি গ্রুপ ওই ঘ'টনার দা'য় স্বী'কার করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর প্রকাশের পর ওই ঘ'টনায় র'হ'স্য দানা বেঁধে ওঠে। একই সময়ে ইরানি সংবাদমাধ্যম এই ঘ'টনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দা'য়ী করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে