আন্তর্জাতিক ডেস্ক : সাধারণ স্কেট বোর্ডের ক্ষমতা সম্পর্কে সবাই কম বেশি জানেন। তবে ইলেকট্রিক স্কেট বোর্ডে মোটর লাগানো থাকায় আরও অনেক বেশি সুবিধাজনক হচ্ছে ইলেকট্রিক স্কেট বোর্ড। বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে এই স্কেট বোর্ডের কদর দিনদিন বাড়ছে। যদিও এটি স্বল্প দূরত্ব পাড়ি দেয়ার ক্ষমতা রাখে। কিন্তু এবার মেট্রোবোর্ড নামের স্কেটবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান বাজারে নতুন এক আকর্ষণ নিয়ে হাজির হয়েছে। এটি একবার চার্জ দিয়ে টানা ৪০ কিলোমিটার পথ পাড়ি দেয়া যাবে। এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৩২ কিলোমিটার।
রিমোট দ্বারা নিয়ন্ত্রিত এই স্কেটবোর্ডটি ইলেকট্রিক মোটর এবং ব্যাটারি সহ স্কেটবোর্ডটির ওজন প্রায় ১০ কেজি। মেট্রোবোর্ডের এই স্কেটবোর্ডটির মূল্য ১৫০০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১ লক্ষ ১৭ হাজার টাকা।
যুক্তরাষ্ট্রের এক স্কেটবোর্ড চালক নিউ ইয়র্কে এই স্কেটবোর্ডটির মাইলেজ এবং ব্যাটারি ক্ষমতা পরীক্ষা করেন। পরীক্ষায় দেখা গেছে এক চার্জে স্কেটবোর্ডটি ৩০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম হয়েছে। ভ্রমণ শেষেও স্কেটবোর্ডটিতে চার্জ ছিল।
৩১ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস