মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২০, ০৮:৫১:২৫

পিছু হটে ফিরেও আসতে পারে! চীন নিয়ে দোটানায় ভারত!

পিছু হটে ফিরেও আসতে পারে! চীন নিয়ে দোটানায় ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার ১৪ নম্বর পেট্রো'লিং পয়ে'ন্ট থেকে মাত্র এক কিলোমিটার সরে গেছে চীনের সেনাবা'হিনী। প্যাংগং রে'ঞ্জের ফিঙ্গার পয়েন্টে তাদের অস্থায়ী ছাউনিগুলোও সরানো হয়েছে। তবে চীনের সেনাবা'হিনীর সামান্য পদক্ষেপে এখনো আশার আলো দেখছে না ভারতের সেনাবাহিনী। 

ভারতের সেনা সূ'ত্রে জানানো হয়েছে, ভারতীয় ভূ'খণ্ডে যে প্রায় ১৮ কিলোমিটার এলাকা পর্যন্ত ঢুকে এসেছিল চীনের বা'হিনী। সেখানে মাত্র এক থেকে দুই কিলোমিটার পিছু হ'টেছে তারা। প্রকৃত নিয়'ন্ত্রণ রেখা পেরিয়ে নিজেদের নিয়'ন্ত্রণাধীন এলাকায় ফিরে যায়নি তারা। সে কারণে চীনের সেনাবা'হিনীর আবারো ফিরে আসার শ'ঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সেনাবা'হিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের বা'হিনীর যেখানে সং'ঘ'র্ষ হয়েছিল সেই পিপি ১৪ থেকে মাত্র দেড় কিলোমিটার স'রে গেছে চীনের বাহিনী। পেট্রোলিং পয়েন্ট ১৫ ও পেট্রোলিং পয়েন্ট ১৭ থেকে কিছু তাঁবু গু'টিয়ে ফে'লা হয়েছে। তবে চীনের সেনাবা'হিনীর হা'বভাবে খুব একটা স্ব'স্তি মিলছে না। সীমান্তে পরি'স্থিতির দিকে স'ত'র্ক নজর রাখা হচ্ছে ভারতের পক্ষ থেকে।

এদিকে ৩০ জুন চীন-ভারত সেনা কম্যা'ন্ডার পর্যায়ের বৈঠকের পর সীমান্ত সম'স্যার সমা'ধান না হওয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে ফোনে কথা বলেন ভারতের জাতীয় নিরা'পত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ওই কথোপকথনের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই আলোচনায় দুই পক্ষই সীমান্ত থেকে সেনাবা'হিনী সরানোর ব্যাপারে নি'শ্চিত হয়েছে। 

প্রকৃত নিয়'ন্ত্রণ রেখায় দুই দেশের সীমান্তে শান্তি ও সুস্থিতি ফিরিয়ে আনতে দুই দেশ তাদের বাহিনী সরিয়ে নেবে। মধ্যবর্তী স্থানে অন্তত তিন কিলোমিটার জুড়ে একটা নিরপে'ক্ষ এলাকা বা বাফার জোন তৈরি করা হবে। দুই দেশই যাতে এলএসি'র বিধি ক'ঠো'রভাবে মেনে চলে সেটা সুনি'শ্চিত করা হবে।

ডোফালের সঙ্গে কথার পর বরফ কিছুটা গলে। গতকাল রাত থেকেই ধী'রে ধী'রে বা'হিনী ও সাঁজোয়া গাড়ি নিয়ে পিছু হ'টতে শুরু করেছে চীন। বা'হিনী সরিয়েছে ভারতও। তবে গালওয়ান ও প্যাংগং রেঞ্জের পুরো পরি'স্থিতি খ'তিয়ে না দেখে এখনই নি'শ্চিত হওয়া যাচ্ছে না বলেই জানিয়েছে ভারতীয় সেনা সূত্র। সূত্র : হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে