বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৫:৪২:০৫

বর্ষবরণের রাতেই ভারতে জঙ্গি নাশকতার আশঙ্কা

বর্ষবরণের রাতেই ভারতে জঙ্গি নাশকতার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : রাত পোহালেই নতুন বছর। আর এই বর্ষবরণের আনন্দের সঙ্গে জড়িয়ে রয়েছে সন্ত্রাসের আতঙ্ক। গোয়েন্দা সূত্রে খবর, বিভিন্ন জায়গায় হামলা চালাতে ভারতে ঢুকে পড়েছে লস্করের চার সিনিয়র কমান্ডার। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর এমনকি কলকাতাতেও হামলা চালাতে পারে তারা। ট্যুরিস্ট স্পট, পাবলিক প্লেস অথবা ভিভিআইপি স্থানগুলোই জঙ্গিদের প্রধান টার্গেট। এই সতর্কবার্তা পাওয়ার পর থেকেই নিউইয়ার সেলিব্রেশন ঘিরে সতর্ক সারা দেশ। জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। সিনিয়র কমান্ডার আবু কাসেমের মৃত্যুর বদলা নিতে ভারতের বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা রয়েছে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার। এদেশে ধারাবাহিক বিস্ফোরণের ছক কষেছে কুখ্যাত এই জঙ্গি সংগঠন। সন্ত্রাস রুখতে দেশ জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মেট্রো শহরগুলির দর্শনীয় জায়গায় অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। চলছে স্নিফার ডগ নিয়ে তল্লাসি। ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে