বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৬:০২:২৮

মোদির থেকেও বড় সরকারি ভবনে থাকেন সোনিয়া

মোদির থেকেও বড় সরকারি ভবনে থাকেন সোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকেও বড় বাড়িতে থাকেন সোনিয়া গান্ধী। তার বাসভবন ১০ জনপথ রোড প্রধানমন্ত্রীর সরকারি আবাস ৭ রেসকোর্সের থেকেও আয়তনে বড়। সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে এই কথা জানা যায়। দেশের রাজনীতিকদের মধ্যে সবচেয়ে বড় সরকারি বাসভবন যে তিন জনের, তার মধ্যেই পড়ছেন কংগ্রেস সভানেত্রী। একমাত্র রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির সরকারি আবাস সোনিয়া গান্ধীর বাসভবনের থেকে বড়। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবন ১০ জনপথ ১৫,১৮১ বর্গ মিটার এলাকা জুড়ে নির্মিত। প্রধানমন্ত্রীর ৭ রেসকোর্স রোডের আয়তন ১৪,১০১ বর্গ মিটার। গোটা বিশ্বের দিক থেকে রাষ্ট্রনেতাদের বৃহত্তম সরকারি বাসভবনগুলির মধ্যে পড়ে ৩২০ একর জায়গা জুড়ে নির্মিত ভারতের রাষ্ট্রপতি। উপ-রাষ্ট্রপতির সরকারি আবাস ৬ মৌলানা আজাদ রোডের আয়তন ২৬,৩৩৩,৪৯ বর্গ মিটার। তবে রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সঙ্গে সোনিয়ার ১০ জনপথের পার্থক্য রয়েছে। রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও প্রধামন্ত্রীর সরকারি বাসভবন নির্দিষ্ট পদের জন্য চিহ্নিত। সেখানে সোনিয়া গান্ধীর বাড়ি সরকারের পক্ষ থেকে তাকে বিশেষ ভাবে দেয়া হয়েছে। কংগ্রেস প্রেসিডেন্ট সাংসদ থাকুন, বা না থাকুন ১০ জনপথের আবাসটি তার জন্যই নির্দিষ্ট। দেবাশিষ ভট্টাচার্য নামে এক ব্যক্তি সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে আবেদন করে এ বিষয়ে জানতে চান। ১২ তুঘলক লেনের রাহুল গান্ধীর সরকারি বাসভবনের আয়তন ৫,০২২.৫৮ বর্গ মিটার। প্রিয়াঙ্কা গান্ধীর ভডরা লুইটেন দিল্লির ৩৫ লোধি এস্টেটের বাসভবনের আয়তন ২,৭৬৫ বর্গ মিটার। তবে প্রিয়াঙ্কা গান্ধীর সম্পত্তি ও জমি কেনা-বেচা নিয়ে আরটিআই আবেদনে কোনও তথ্য প্রকাশে রাজি হয়নি হিমাচল প্রদেশ সরকার। স্পেশাল প্রোটেকশন গার্ডের সুরক্ষা পান প্রিয়াঙ্কা। তার সম্পত্তি সংক্রান্ত তথ্য প্রকাশ করলে নারাপত্তাজনিত সমস্যা হতে পারে বলে জানিয়েছে হিমাচল সরকার। প্রিয়াঙ্কা নিজেও তার সম্পত্তির বিষয়ে তথ্য প্রকাশের বিরোধিতা করেছেন। ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে