বুধবার, ১৫ জুলাই, ২০২০, ০৯:০৬:৩৫

করোনায় মা'রা গেলে পরিবার পাবে ১০ লাখ, একজনকে চাকরি : মমতা

করোনায় মা'রা গেলে পরিবার পাবে ১০ লাখ, একজনকে চাকরি : মমতা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মো'কাবেলা সম্মুখে থেকে কাজ ব্যক্তিদের জন্য নতুন ঘেষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, করোনা যো'দ্ধারা মা'রা গেলে, তাদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে।

এছাড়াও করোনা যো'দ্ধাদের সম্মান জানাতে ম্যাডেল, মানপত্র দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। এখন পর্যন্ত রাজ্যে করোনায় আক্রা'ন্ত হয়ে ১২ জন সরকারিকর্মীর মৃ'ত্যু হয়েছে বলে জানিয়েছেন মমতা।

মমতা এদিন বলেন, ‘সকলের কাছে অনুরোধ করছি, সারা বিশ্বজুড়ে মহামা'রী চলছে, ম্যাজিক করে আ'টকাতে পারব না। কিন্তু আমরা সচেতন হলে তা পারব। এই ক’দিন সং'ক্রমণ বাড়বে। কারণ আমরা টেস্টিং বাড়াবো। পরীক্ষা বাড়ালে সং'ক্রমণ বাড়বে।’ করোনা সম্পর্কে এদিনও সচেতনতার বার্তা দিয়ে মুখ্য়মন্ত্রী বলেছেন, ‘ভিড় এড়িয়ে চলুন। জমায়েত যাতে কোথাও না হয়, সেজন্য ক্লাবগুলোকে নজর রাখতে বলছি।; বিরোধীদের উদ্দেশ্য করে মমতা বলেন, ‘নোং'রা রাজনীতি করার সময় নয় এখন। এই যু'দ্ধ একার নয়, সবার যু'দ্ধ।’

ভারতে মোট করোনাভাইরাসে আক্রা'ন্তের সংখ্য়া হয়েছে ৯, লাখ ৩৬ হাজার১৮১। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৮৪০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯২ হাজার ৩১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ২০ হাজার ৫৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬৩.২%। মোট মৃ'তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার৩০৯।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে