বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪১:৫৪

এটাই দারুণ সময় : নওয়াজ শরিফ

এটাই দারুণ সময় : নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক কয়েক ঘণ্টার লাহোর সফরে তৈরি হওয়া উষ্ণ সম্পর্কের আবহাওয়া স্থায়ী হবে বলে মনে করছেন পাকিস্তানের প্রধনমন্ত্রী নওয়াজ শরিফ। পাশাপাশি এখনই ভারত ও পাকিস্তানের পরস্পরের প্রতি বিদ্বেষ ঘুচিয়ে ফেলার সঠিক সময় বলেও মন্তব্য করেছেন তিনি। বালুচিস্তানের বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী লাহোর এসে অমূল্য কয়েকটি ঘণ্টা আমাদের দিয়েছেন। দু' দেশকেই পারস্পরিক শত্রুতা পিছনে ফেলে এগিয়ে আসতে হবে। এটাই তার উপযুক্ত সময়। তার মন্তব্য, শুভেচ্ছামূলক উদ্যোগ, পদক্ষেপ অনেক সমস্যার সমাধান করতে পারে। গত ২৫ ডিসেম্বর বড়দিনে সাম্প্রতিক কালে একটি বিরাট পদক্ষেপ করেন মোদি। আফগানিস্তান থেকে দেশে ফেরার পথে মাত্র কয়েক ঘণ্টার জন্য তিনি লাহোর নামেন। ঘটনাচক্রে সেদিন ছিল শরিফের ৬৬-তম জন্মদিন এবং তার নাতনিরও বিয়ে ছিল সেদিন। সব মিলিয়ে এক খুশির আবহাওয়ায় সৌহার্দ্যের এক নতুন ছবি তৈরি হয় মোদির সফরে। তিনি যান শরিফের পারিবারিক বাসভবনেও। সে কথা উল্লেখ করে শরিফ বলেছেন, ভারত, পাকিস্তানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হবে, এ ব্যাপারে একমত হয়েছি আমরা। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে অগ্রগতি ঘটছে বলেও মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী। আগামী দিনে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, মোদির সফরে যে উষ্ণ সম্পর্ক তৈরি হয়েছে দু'দেশের মাঝে, তা বহাল থাকবে বলেও তিনি আশাবাদী। ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে